শনিবার, ১১ সেপ্টেম্বর, ২০২১, ০৩:৩৫:২৩

বাংলাদেশে খেলতে আসার সম্ভাবনা ব্রাজিল জাতীয় দলে খেলা ফুটবলারের

বাংলাদেশে খেলতে আসার সম্ভাবনা ব্রাজিল জাতীয় দলে খেলা ফুটবলারের

নিঃসন্দেহে ফুটবল বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলা। ৯০ মিনিটের এই খেলায় খেলোয়াড় এবং দর্শকদের মধ্যে বেশ উত্তেজনা ছড়িয়ে পড়ে। আর খেলা মানেই রেকর্ড ভাঙ্গার প্রতিযোগিতা। একজন খেলোয়াড়ের রেকর্ড আরেক খেলোয়াড় ভেঙ্গে দিয়ে নতুন রেকর্ড গড়বে, সৃষ্টি করবে নতুন এক ইতিহাস।

বাংলাদেশের ফুটবলে মাত্র ৩ বছর আগেই যাত্রা শুরু করা বসুন্ধরা কিংস একের পর এক চমক জাগিয়ে জয় করে নিয়েছে ঘরোয়া ফুটবলের সব ট্রফি। যদিও দলটি যে লক্ষ্য নিয়ে ফুটবলে এসেছিল তা এখনও পূরণ হয়নি। এএফসি চ্যাম্পিয়নশিপ জয় করে এশিয়ার শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় পরার লক্ষ্য ছিল ঢাকার জায়ান্টদের। কিন্তু সেখানে গ্রুপ পর্ব থেকেই বাদ হওয়ায় ক্লাব কর্তারা বেশ খানিকটা নড়েচড়েই বসেছেন।

এশিয়ার শ্রেষ্ঠত্বের মুকুট দখল করতে এবার বড় ধরনের চমক দিতে যাচ্ছে বসুন্ধরা কিংস। ব্রাজিল জাতীয় দলের ফুটবলারকে দলে আনতে চেষ্টা চালাচ্ছে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা। যদিও এখনই নাম প্রকাশ করছেন না ক্লাব সভাপতি। তবে আলোচনা নাকি চলছে জোরেশোরে। চূড়ান্ত হলে তবেই জানানো হবে নাম।

ইমরুল হাসান জানান, “ব্রাজিল জাতীয় দলে দুই-এক বছর আগে খেলেছে এমন এক জনের সঙ্গে আমাদের কথা চলছে। আমরা তাকে পাবার বিষয়ে আশাবাদী। সব কিছু চূড়ান্ত হলেই আপনাদের জানাবো।”

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে