শনিবার, ০৬ নভেম্বর, ২০২১, ০৯:২৫:৩৯

বড় খুশির বার্তা, দুয়ার খুলে গেছে বাংলাদেশের

বড় খুশির বার্তা, দুয়ার খুলে গেছে বাংলাদেশের

ক্রিকেটের অন্যতম দুই পরাশক্তি অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডকে নাকানি-চুবানি খাইয়ে টাইগাররা বীরদর্পে টি-টোয়েন্টি খেলতে গিয়ে সবাইকে হতাশ করেছে। রিয়াদ-সাকিবদের এমন পার্ফম্যান্স অনেকদিন এদেশের লক্ষ-কোটি দর্শকদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। কোনরকমে সুপার টুয়েলভে উঠতে পারলেও সবগুলি ম্যাচে পরাজিত হয়ে শূন্য হাতে দেশে ফিরতে হয় টাইগারদের।

তবে এমন বাজে খেলার পরও বাংলাদেশ দলের জন্য বড়ই খুশির বার্তা। আগামী ২০২২ অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে বাছাই পর্ব খেলতে হবে না টাইগারদের। টাইগাররা খেলবে সরাসরি মূল পর্বে প্রথমবারের মতো।

আজ শনিবার বিশ্বকাপের সুপার টুয়েলভ পর্বে অস্ট্রেলিয়ার কাছে ওয়েস্ট ইন্ডিজের পরাজয়ের কারণেই দুয়ার খুলে গেছে বাংলাদেশের। আগামী বিশ্বকাপে প্রথমবারের মতো বাছাই পর্ব খেলতে হবে ওয়েস্ট ইন্ডিজকে।

চলমান বিশ্বকাপের সুপার টুয়েলভে খেলা দলগুলোর মধ্যে ২০২২ বিশ্বকাপে প্রাথমিক পর্বে ওয়েস্ট ইন্ডিজের সাথে খেলবে শ্রীলঙ্কা, স্কটল্যান্ড ও নামিবিয়া। বাকি আট দল অস্ট্রেলিয়া আসরে সরাসরি খেলবে মূল পর্বে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে