মঙ্গলবার, ২৯ মার্চ, ২০২২, ১২:০৯:৩০

বাঁচা মরার লড়াইয়ে মাঠে নামার আগে রণহুংকার দিলেন রোনালদো

বাঁচা মরার লড়াইয়ে মাঠে নামার আগে রণহুংকার দিলেন রোনালদো

স্পোর্টস ডেস্ক: আজ মঙ্গলবার রাত পৌনে ১টায় বাঁচা মরার লড়াইয়ে নর্থ মেসিডোনিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের প্লে-অফ ফাইনালে মাঠে নামবে ক্রিশ্চিয়ানো রোনালদোর দল পর্তুগাল। কাতার বিশ্বকাপ খেলার শেষ সুযোগ। এই সেই নর্থ মেসিডোনিয়া, যারা ইতালির মতো দলকে কাঁদিয়ে বিশ্বকাপ থেকে বিদায় করেছে। আজ এমন কিছু হলে ক্রিশ্চিয়ানো রোনালদোর সম্ভাব্য শেষ বিশ্বকাপটাও খেলা হবে না।

তাই মাঠে নামার আগে শোনা গেল তার রণহুংকার। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে রোনালদো বলেছেন, 'নর্থ ম্যাসিডোনিয়া খুব ভাল দল। গোছানো দল। কিন্তু আমরা যদি নিজেদের শক্তি অনুযায়ী খেলতে পারি, বিশ্বের যে কোনও দলকে হারানোর ক্ষমতা রাখি। আমি দর্শকদের অনুরোধ করব, আপনারা সবাই মাঠে আসুন। মাঠ ভরিয়ে দিন। কথা দিচ্ছি, আমরা জিতব। আপনারা শুধু মাঠে এসে গর্জনে প্রতিপক্ষকে কাঁপিয়ে দিন। পর্তুগাল ছাড়া বিশ্বকাপ নয়। এখানে কোনো ব্যক্তি নেই, আমরা একটি দল।'

নিজেদের সর্বশেষ ম্যাচে বিশ্বকাপ ফুটবলের ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ অঘটনটা ঘটিয়ে দিয়েছে ম্যাসিডোনিয়া। ইতালিকে অবিশ্বাস্য ভাবে হারিয়ে বিশ্বকাপ থেকেই ছিটকে দিয়েছে। সিআর সেভেন আরও বলেন, 'গত রাতে ঘুমোনোর আগে ভাবছিলাম, খেলা শুরুর আগে জাতীয় সঙ্গীতের সময় স্টেডিয়ামের বাজনা বন্ধ করে দিলে কেমন হয়? আমাদের সঙ্গে দর্শকরাও জাতীয় সঙ্গীত গাইবেন, সবাই সেটা শুনতে পাবে, একটা একাত্মতা তৈরি হবে। বিশ্বকাপে যাওয়ার জন্য যে আবেগ, যে একাত্মতা আমাদের দরকার।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে