 
                                        
                                        
                                       
                                        
                                             
                                                                                    
স্পোর্টস ডেস্ক: রোববার চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ম্যাচ হেরে পয়েন্ট টেবলে কিছুটা হলেও চাপে পড়ে গিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। তাদের এখন ৯ ম্যাচে ১০ পয়েন্ট। তারা লিগ টেবলের চারে রয়েছে।
তবে যখন তখন চার নম্বর জায়গা থেকে পা ফস্কানোর সম্ভাবনা রয়েছে। ম্যাচ হেরে অবশ্য বোলিং নিয়ে হতাশা প্রকাশ করেছেন হায়দরাবাদ অধিনায়ক কেন উইলিয়ামসন। এক বোলারের অভাব ঢাকতে পারিনি, উইলিয়ামসনের আক্ষেপ এটাই।
তিনি বলেন, ২০০ রানের বেশি রান তাড়া করা সব সময়ই চ্যালেঞ্জ। তারা ভালো খেলেছে। আমাদের কাছে সমস্ত সংস্থান ছিল না এবং দুর্ভাগ্যবশত আমরা লক্ষ্যে পৌঁছতে পারিনি। আমরা সামঞ্জস্য করার যথাসাধ্য চেষ্টা করেছি।
উইলিয়ামসন বলেন, বোলিংয়ে ওয়াশিংটন সুন্দরকে হারানো আমাদের জন্য চাপ হয়ে উঠেছিল। নাট্টুও (নটরাজন) সেই সাফল্য পাচ্ছে না। তবে আমাদের প্রতিকূলতা মোকাবেলা করতে শিখতে হবে কারণ যে কোনও মুহূর্তে পরিস্থিতি প্রতিকূল হয়ে উঠতে পারে।
তিনি বলেন, পিচের গতি কমে যাওয়ার পরেও আমরা ভালো ভাবে রান তাড়া করেছি। তবে এর মাঝেই ইতিবাচক বিষয় হল, আমরা ভালো মানের স্পিনারদের বিরুদ্ধে খেলেছি, দিনের শেষে আমরা অনেক লড়াই করেছি।
উইলিয়ামসন বলেন, আমাদের কেবল এক হয়ে লড়াই করতে হবে। আমরা ভালো খেলছি এবং টুর্নামেন্টের প্রথমার্ধে টানা ৫টি জয় পেয়েছি। তবে এই হার ভুলে পরের ম্যাচে আরও শক্তিশালী হয়ে ফিরে আসতে হবে।