বৃহস্পতিবার, ১২ মে, ২০২২, ০৩:৩৭:০০

যাকে KKR কোচ বানাতে জোর দাবি উঠল!

যাকে KKR  কোচ বানাতে জোর দাবি উঠল!

স্পোর্টস ডেস্ক: পরিস্থিতি মোটেই অনুকূলে নয় কলকাতা নাইট রাইডার্সের। বলা চলে কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে দলটি। একে তো চলতি মরশুমে খারাপ পারফরম্যান্সের কারণে একেবারে খাদের কিনারায় দাঁড়িয়ে রয়েছে বেগুনি-সোনালি ব্রিগেড। 

তার উপর দলের CEO ভেঙ্কি মাইসোরকে নিয়ে অধিনায়ক শ্রেয়স আইয়ারের মন্তব্য, ইতিমধ্যেই সমালোচকদের রশদ জুগিয়েছে। আর সবথেকে বড় ব্যাপার হল, দলের প্রধান কোচ ব্রেন্ডন ম্যাককালাম জানিয়ে দিয়েছেন যে নাইট শিবিরে এটাই তাঁর শেষ মরশুম। 

পরের বছর থেকে আর তিনি কোচিং করাতে পারবেন না। কারণ ইংল্যান্ড টেস্ট ক্রিকেট দলের কোচ হিসেবে তাঁকে নিয়োগ করা হতে পারে। এরপরই দলের সমর্থকেরা দাবি তুলতে শুরু করেছেন যে যদি নতুন কোচ নিয়োগই করা হয়, তাহলে যেন গৌতম গম্ভীরকেই নিয়ে আসা হয়, এমনই জোর দাবি উঠঠে!

গৌতম গম্ভীরের সঙ্গে নাইট সমর্থকদের ভালোবাসার জায়গাটা একেবারে আলাদা। কলকাতা নাইট রাইডার্স এখনও পর্যন্ত দু'বার IPL খেতাব জয় করেছে। ২০১২ এবং ২০১৪ সালে। 

দু'বারই কলকাতাকে নেতৃত্ব দিয়েছিলেন গৌতম গম্ভীর। এছাড়া তাঁর নেতৃত্বে KKR পাঁচবার প্লে-অফে যায় ও দুবার চ্যাম্পিয়ন হয়। গম্ভীর মোট সাতবার KKR-কে নেতৃত্ব দিয়েছিলেন।

গম্ভীর পরবর্তী সময়ে কলকাতা নাইট রাইডার্সে পরিবর্তন হয়েছে অনেক। অধিনায়ক থেকে শুরু করে কোচিং স্টাফ। অন্যদিকে ক্রিকেট ছাড়ার পর সাংসদ হয়েছেন গম্ভীর, বর্তমানে তিনি লখনউ সুপার জায়ান্টসের মেন্টর। 

IPL-এর নতুন এই দলকে তৈরি করা থেকে শুরু করে মাঠের বাইরে থেকে নেতৃত্ব দেওয়া সবকিছুই হচ্ছে গৌতম গম্ভীরের অঙ্গুলিহেলনে। যার ফল মিলছে হাতেনাতে, প্লে-অফে প্রবেশ করে গেছে লখনউ।

এই পরিস্থিতিতে সমর্থকদের পক্ষ থেকে আওয়াজ উঠছে গম্ভীরকে ফেরানো হোক। অন্ততপক্ষে মেন্টর হিসেবে দলে আনা হোক তাঁকে। উল্লেখ্য, বর্তমানে KKR-এর কোচ হলেন ব্রেন্ডন ম্যাককালাম। 

শোনা যাচ্ছে ইংল্যান্ডের কোচ হতে পারেন তিনি, যদি তাই হয় তাহলে ম্যাককালাম পরিবর্তে দায়িত্বে আসুন গম্ভীর। অধিনায়কত্বের পাশাপাশি মানসিক দিক থেকে দলকে কতটা চাঙ্গা করতে পারেন তার প্রমাণ এই বছর তিনি দিয়েছেন।

কলকাতা নাইট রাইডার্সে একাধিক বড় নাম থাকলেও বিপক্ষের স্ট্র্যাটেজির কাছে কুপোকাত হয়ে গেছে তারা। এই প্রসঙ্গে প্রাক্তন নাইট তারকা মর্নি মর্কেল বলেন, “লখনউ খুব ভাগ্যবান যে তারা গৌতম গম্ভীরের মত মেন্টরকে পেয়েছে। ও যেইভাবে KKR কে নেতৃত্ব দিত সেটা অসাধারণ ওর মত মানুষের থাকা দলকে আলাদা শক্তি দেবে।”

ক্রিকেট সমর্থকরা বলেন, “গৌতম গম্ভীরের মত মানুষকে দলে পাওয়া একটা বোনাস কারণ এই ধরনের মানুষ সব সময় নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেন পরিস্থিতি যাই হোক না কেন। তাঁরা নিজেদের সেরাটা দেন।”

LSG বনাম KKR ম্যাচের শেষে দেখা গিয়েছিল গৌতম গম্ভীর তাঁর প্রাক্তন সতীর্থদের সঙ্গে বেশ খানিকটা সময় কাটাচ্ছেন। সুনীল নারিন এর সঙ্গে কথা বলতে দেখা যায়। দেখা যায় নীতিশ রানাকে তিনি ব্যাটিংয়ের টিপস দিচ্ছেন যা দেখে আপ্লুত KKR সমর্থকরা।

শিবানী প্রধান নামে এক সমর্থক বলেন, “গম্ভীর KKR-এ থাকাকালীন যেইভাবে দলকে টেনে তুলেছিলেন সেই ভাবেই তিনি লখনউ সুপার জায়ান্টসকে টেনে তুলবেন। 

যখন আমি দেখি বড় প্লেয়ারদের নিয়েও KKR হারছে, তখন আমার গম্ভীরের কথা মনে পড়ে। কারণ তিনি রজত ভাটিয়া, বালাজি, ইকবাল আব্দুল্লা, বিসলার মতন অনামি প্লেয়ারদেরকে সুযোগ দিয়ে চ্যাম্পিয়ন করেছিলেন।”

এক সমর্থক সরাসরি শাহরুখ খানকে ট্যাগ করে টুইট করেন, তিনি লেখেন IPL জেতার জন্য তোমার কাছে একটাই রাস্তা, গৌতম গম্ভীরকে দলের প্রধান কোচ হিসাবে নিয়ে এস।” 

একজন আরও আগ্রাসী হয়ে লেখেন, “গম্ভীরের সময়কার KKR এবং বর্তমান সময়কার KKR-এর মধ্যে আকাশ-পাতাল তফাৎ। বর্তমান ম্যানেজমেন্টকে সরাও KKR বাঁচাও।”

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে