রবিবার, ১৫ মে, ২০২২, ০১:৩০:১৩

অ্যান্ড্রু সাইমন্ডস জন্মদাত্রী মা ও বাবাকে চোখেই দেখেননি কোনদিন!

অ্যান্ড্রু সাইমন্ডস জন্মদাত্রী মা ও বাবাকে চোখেই দেখেননি কোনদিন!

স্পোর্টস ডেস্ক: অ্যান্ড্রু সাইমন্ডস কোনওদিন নিজের ‘বায়োলজিক্যাল’ মা-বাবার (Andrew Symonds Fatherসঙ্গে দেখা করেননি। তাঁকে একটি হোম থেকে দত্তক নিয়েছিলেন তাঁর বাবা-মা।

এরপরেই নতুন পরিবার পান Andrew Symonds। একথা নিজেই জানিয়েছিলেন এই ক্রিকেটার (Australian cricketer) । কীভাবে তাঁর জীবন বদলে যায়? নিজেই জানিয়েছিলেন সেই কথা। ঠিক কী বলেছিলেন তিনি, জেনে নিন বিস্তারিত তথ্য…

'চিরবিচ্ছেদ'! কখনও নিজের জন্মদাতা মা-বাবার সঙ্গে দেখাই হয়নি Andrew Symonds-এর। রবিবার মাত্র ৪৬ বছর বয়সে মৃত্যু হয় এই অস্ট্রেলিয়ান কিংবদন্তী ক্রিকেটারের।

খ্যাতি, গ্ল্যামারের মধ্যে অনেকেই হয়তো জানেন না তাঁর জীবনের এক অজানা অধ্যায়ের কথা। ১৯৭৫ সালে ৯ জুন জন্ম হয়েছিল তাঁর। এরপরেই দত্তক নেওয়া মা-বাবার সঙ্গে অস্ট্রেলিয়ায় চলে আসেন এই ক্রিকেটার। 

অ্যান্ড্রুর বাবা কেন এবং মা বারবারা সাইমন্ডস। মাত্র ১৮ মাসের অ্যান্ড্রুকে দত্তক নেন এই সম্পতি। একটি পডকাস্টে এই ক্রিকেটার বলেছিলেন, "আমার মা-বাবা আমাকে দত্তক নিয়েছিলেন। 

তাই আমি আমার বায়োলজিক্যাল মা-বাবার সান্নিধ্য কোনওদিন পাইনি। তাঁদের সঙ্গে আমার কোনওদিন দেখাও হয়নি।"

তিনি আরও বলেন, "আমি যখন ছয় সপ্তাহের সেই সময় দত্তক কেন্দ্রে গিয়েছিলেন আমার মা-বাবা। সেই সময় কিছুদিন একজন সন্তানকে 'ট্রায়াল'-এর জন্য এক দম্পতিকে দেওয়া হত। 

আমার মনে আছে মা বলতেন, আমাকে প্রথম যখন তাঁরা বাড়িতে নিয়ে যান সেই সময় আমি প্রচন্ড কান্নাকাটি করি। দত্তককেন্দ্র থেকে আমার মা-বাবার সঙ্গে যোগাযোগ করা হলে তাঁরা বলেছিলেন, ও আমাদের জীবনে দেবদূতের মতো। ও সম্পূর্ণ সুস্থ রয়েছে। আমরা ওকে দত্তক নিতে ইচ্ছুক। এরপরেই আমি নতুন একটি পরিবার পাই।"

Andrew Symonds আরও বলেছিলেন, এরপরেই আমার মা-বাবা আইনিভাবে আমাকে দত্তক নিয়েছিলেন। অনেকেই হয়তো জানানো না Andrew Symonds-এর ডাকনাম ছিল 'Roy'। 

এমটিনিউজ২৪.কম এর খবর পেতে ডান দিকের স্টার বাটনে ক্লিক করে গুগল নিউজ (Google News) ফিডটি ফলো করুন!

না তাঁর সঙ্গে আলাদা করে কোনও বাঙালি যোগ ছিল না। আসলে তিনি ছিলেন Leroy Loggins-এর ভক্ত ছিলেন। তাঁর এক স্পোর্টস কোচ তাঁকে এই নাম দিয়েছিলেন।-এই সময়

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে