রবিবার, ১৫ মে, ২০২২, ০২:৫৩:৩৫

সৌরভের চোখে সর্বকালের সেরা একাদশ! বিরাটের জন্য দু:সংবাদ!

সৌরভের চোখে সর্বকালের সেরা একাদশ! বিরাটের জন্য দু:সংবাদ!

স্পোর্টস ডেস্ক: কেন জানি আইপিএলে নিজের দক্ষতার বিচার করতে ব্যর্থ হচ্ছেন বিরাট কোহলি! যদিও ভক্তদের আশা পূরণে খামতি রাখছেন ভারতের এই ক্রিকেটার। 

তবে তাঁর ঝুলিতে ইতিমধ্যেই যে রেকর্ড রয়েছে, সেটা তাঁকে ইতিমধ্যেই ক্রিকেট বিশ্বে কিংবদন্তী করে তুলেছে। তবে ভারতীয় ক্রিকেট বোর্ডের (BCCI) প্রেসিডেন্ট তথা টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় সম্প্রতি তাঁর পছন্দের একাদশ বেছে নিয়েছেন। তবে বিরাটের জন্য দু:সংবাদ দিলেন তিনি।

ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি যে আধুনিক ক্রিকেটের সেরা ব্যাটার, তা নিয়ে কোনও সন্দেহই থাকতে পারে না। 

২০০৮ সালে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখার পর বর্ণাঢ্য কেরিয়ারে বহু কৃতিত্বই তিনি অর্জন করেছেন। পাশাপাশি তিনি ভারতীয় ক্রিকেটের 'পোস্টার বয়' হয়ে উঠেছেন। আজ বিরাট কোহলি বহু তরুণ ক্রিকেটারের কাছেই একটা অনুপ্রেরণা। 

বিরাটকে দেখে আজ সকলেই আন্তর্জাতিক ক্রিকেটে সাফল্য অর্জন করতে চান, জীবনটাকে তাঁর মতো করে বাঁচতে চান। আন্তর্জাতিক ক্রিকেটে সেঞ্চুরির তালিকায় সচিন তেন্ডুলকর (১০০) এবং রিকি পন্টিংয়ের (৭১) ঠিক পরেই রয়েছেন বিরাট।

যদিও বিরাট কোহলি বর্তমানে যথেষ্ট খারাপ ফর্মের মধ্যে দিয়ে এগোচ্ছেন। তবে তাঁর ঝুলিতে ইতিমধ্যেই যে রেকর্ড রয়েছে, সেটা তাঁকে ইতিমধ্যেই ক্রিকেট বিশ্বে কিংবদন্তী করে তুলেছে। 

তবে ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট তথা টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় সম্প্রতি তাঁর পছন্দের একাদশ বেছে নিয়েছেন। কিন্তু, সেই একাদশে ঠাঁই মেলেনি বিরাট কোহলির।

আজ্ঞে হ্যাঁ! ২০১৬ সালে লর্ডস ক্রিকেট গ্রাউন্ডের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে একটি ভিডিয়ো শেয়ার করা হয়েছিল। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিয়োটাই ভাইরাল হতে শুরু করেছে। এই ভিডিয়োয় সৌরভকে সর্বকালের সেরা একাদশ বাছতে বলা হয়েছিল। সেখানে তিনি বিরাট কোহলিকে জায়গা দিতে পারেননি। সেইসময় বিরাট ভারতীয় টেস্ট ক্রিকেট দলের অধিনায়ক ছিলেন। পাশাপাশি ২০১৬ সালে ব্যাট হাতেও বিরাট যথেষ্ট ভালো ফর্মে ছিলেন।

ওপেনার হিসেবে সৌরভ বেছে নিয়েছিলেন দুই বাঁ হাতি ব্যাটারকে। তাঁরা হলেন অস্ট্রেলিয়ার ম্যাথিউ হেডেন এবং ইংল্যান্ডের অ্যালেস্টার কুক। এরপর সৌরভ দু'জন ভারতের কিংবদন্তী ব্যাটারকে রেখেছিলেন। তাঁরা হলেন রাহুল দ্রাবিড় এবং সচিন তেন্ডুলকর। অলরাউন্ডার হিসেবে দাদা বেছে নিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার লেজেন্ড জ্যাক কালিস এবং উইকেটকিপার হিসেবে শ্রীলঙ্কার কুমার সঙ্গকারাকে।

খুব আশ্চর্যের কথা, সৌরভ রিকি পন্টিংকে এই দলে সাত নম্বরে রেখেছিলেন। যদিও তিনি একথাও উল্লেখ করে দিয়েছিলেন যে ব্যাটিং অর্ডার মেনে তিনি দলগঠন করেননি। 

পাশাপাশি পন্টিংকে সৌরভের দলের অধিনায়ক হিসেবে নির্বাচন করা হয়েছিল। পাশাপাশি এই দলে সৌরভ বেশ কয়েকজন কিংবদন্তী বোলারদেরও রেখেছিলেন। তাঁরা হলেন গ্লেন ম্যাকগ্রা, ডেল স্টেইন, শেন ওয়ার্ন এবং মুথাইয়া মুরলিধরন।

এমটিনিউজ২৪.কম এর খবর পেতে ডান দিকের স্টার বাটনে ক্লিক করে গুগল নিউজ (Google News) ফিডটি ফলো করুন!

একনজরে সৌরভের চোখে সর্বকালের সেরা একাদশ: ম্যাথিউ হেডেন, অ্যালেস্টার কুক, রাহুল দ্রাবিড়, সচিন তেন্ডুলকর, জ্যাক কালিস, কুমার সঙ্গকারা, রিকি পন্টিং (অধিনায়ক), গ্লেন ম্যাকগ্রা, ডেল স্টেইন, শেন ওয়ার্ন এবং মুথাইয়া মুরলিধরন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে