বৃহস্পতিবার, ১৯ মে, ২০২২, ০৫:৪০:৪৬

নো বলে আউট? ভাইরাল ভিডিও ঘিরে ষড়যন্ত্রের তত্ত্ব!

নো বলে আউট? ভাইরাল ভিডিও ঘিরে ষড়যন্ত্রের তত্ত্ব!

স্পোর্টস ডেস্ক: ২১১ রান তাড়া করে মাত্র ২ রানে হার। রিঙ্কু সিংয়ের অতিমানবীয় ইনিংস সত্ত্বেও আইপিএল থেকে ছিটকে যাওয়া। এই ব্যর্থতা মেনে নিতে পারছেন না কেকেআর সমর্থকরা। নো বলে আউট? ভাইরাল ভিডিও ঘিরে আর সম্ভবত সেকারণেই সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করছে ষড়যন্ত্রের তত্ত্ব!

নাইট সমর্থকদের একটা বড় অংশের দাবি, বৃহস্পতিবার লখনউয়ের বিরুদ্ধে কেকেআর হারেনি। হারিয়ে দেওয়া হয়েছে। কারণ, শেষ ওভারে রিঙ্কু সিং যে বলটিতে আউট হলেন, সেটি আসলে নো বল ছিল। অন্তত থার্ড আম্পায়ারের বলটি খতিয়ে দেখা উচিত ছিল।

সোশ্যাল মিডিয়ায় বৃহস্পতিবারের ম্যাচে রিঙ্কুর আউট হওয়ার একটি ভিডিও (ভিডিওর সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল) ঘুরে বেড়াচ্ছে। যাতে দেখা যাচ্ছে ওই বলটি করার সময় পপিং ক্রিজের উপরেই রয়েছে লখনউ বোলার মার্কস স্টয়নিসের সামনের পা।

কিন্তু ক্রিকেটের নিয়ম বলে, বল করার সময় বোলারের সামনের পায়ের অন্তত কিছুটা অংশ পপিং ক্রিজের ভিতরে থাকতে হয়। নাইট সমর্থকদের দাবি, রিঙ্কুর উইকেট পাওয়ার বলটিতে স্টয়নিসের পায়ের কোনও অংশ পপিং ক্রিজের পিছনে ছিল না।

তবে এ বিষয়ে নাইট কর্তৃপক্ষ এখনও মুখ খোলেনি। তাছাড়া নতুন নিয়ম অনুযায়ী এখন সব বলই থার্ড আম্পায়ার চেক করে দেখেন। অর্থাৎ ধরে নেওয়াই যায় যে স্টয়নিসের ওই বলটিও ‘নো বল’ বলে মনে হয়নি থার্ড আম্পায়ারের। 

সুতরাং এ নিয়ে বিতর্কের কোনও অবকাশ থাকার কথা নেই। তাছাড়া কেকেআরের আইপিএল অভিযান এবারের মতো শেষ। তাই আর বিতর্ক বাড়াতে চায় না কেকেআরও। আইপিএল থেকে ছিটকে যাওয়ার পর কেকেআর অধিনায়ক শ্রেয়স আইয়ারও বলছিলেন, হারলেও দুঃখে নেই তিনি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে