রবিবার, ২২ মে, ২০২২, ০৬:০২:৪২

ভক্তদের হতাশ করে বড় সিদ্ধান্ত নিয়ে ফেললেন রোহিত শর্মা

ভক্তদের হতাশ করে বড় সিদ্ধান্ত নিয়ে ফেললেন রোহিত শর্মা

স্পোর্টস ডেস্ক: জয় দিয়েই আইপিএল অভিযান শেষ করলেও রোহিত শর্মার ভক্তরা হতাশ মুম্বাই ইন্ডিয়ান্স তথা ভারতীয় দলের অধিনায়কের ফর্মে। ৯ জুন থেকে শুরু ভারত-দক্ষিণ আফ্রিকা টি-২০ সিরিজ। আবার ১৫ জুন ইংল্যান্ড রওনা হবে ভারতের টেস্ট দল। 

দল ঘোষণার আগে বড় সিদ্ধান্তটি নিয়েই ফেললেন রোহিত। গতকালের ম্যাচে রোহিত শর্মা একেবারেই চেনা ছন্দে ছিলেন না। ব্যাট-বলে সংযোগ করতে পারছিলেন না। খলিল আহমেদের বলে পরপর পরাস্ত হচ্ছিলেন। শেষে ১৩ বলে মাত্র ২ রান করে রোহিত আউট হন। 

আনরিখ নরকিয়ার বলে রোহিতের ক্যাচটি ধরেন শার্দুল ঠাকুর। ১৪টি ম্যাচে রোহিত শর্মা ২৬৮ রান করেছেন। সর্বাধিক স্কোর ৪৮। গড় ১৯.১৪, স্ট্রাইক রেট ১২০.১৭। একবার শূন্য রানেও আউট হয়েছেন। রোহিতের ব্যাট থেকে সারা আইপিএল মরশুমে এসেছে ২৮টি চার ও ১৩টি ছয়।

আইপিএল শেষ হতেই তার ভক্তদের হতাশ করে বড় সিদ্ধান্ত নিয়ে ফেললেন রোহিত শর্মা। সামনে ভারতের ঠাসা ক্রীড়াসূচি। সে কথা মাথায় রেখে রোহিত শর্মা বিসিসিআইয়ের কাছে অনুরোধ করেছেন তাকে স্বল্পকালীন বিশ্রাম নেওয়ার অনুমতি দিতে। 

বোর্ডসূত্রে খবর, তেমনটাই হতে চলেছে। রোহিত তরতাজা থেকেই ইংল্যান্ড সফরে যাবেন বলে ঠিক হয়েছে। রোহিতের সঙ্গে টেস্ট দলের অনেক তারকাকেই বিশ্রাম দিতে পারেন নির্বাচকরা। বিরাট কোহলিও তাদের মধ্যে অন্যতম। গতকাল মুম্বাই ইন্ডিয়ান্স জেতায় বিরাট কোহলিরা হাতে চাঁদ পাওয়ার মতোই পেয়ে গিয়েছেন প্লে অফের টিকিট। 

ফলে ফাইনালে উঠলে বিরাটকে আরও দুটি ম্যাচ খেলতে হবে আরসিবির হয়ে। অন্যদিকে, পয়েন্ট তালিকায় তলানিতে থেকে মুম্বাই দল বিদায় নিয়েছেন। দক্ষিণ আফ্রিকা সিরিজে তিনিও বিশ্রাম নিতেই পারেন। আজ জাতীয় নির্বাচকমণ্ডলীর সঙ্গে ভার্চুয়াল বৈঠকে থাকার কথা রোহিত শর্মা, রাহুল দ্রাবিড় ও ভিভিএস লক্ষ্মণের।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে