রবিবার, ২২ মে, ২০২২, ০৬:৩৪:৩৩

দুই চমক দিয়ে ভারতের টি-২০ ও টেস্ট দল ঘোষণা

দুই চমক দিয়ে ভারতের টি-২০ ও টেস্ট দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক: কাশ্মীরের পেসার উমরান মালিক যেন ফলাফল হাতেনাতে পেলেন আইপিএলে দুর্দান্ত পারফরম্যান্সের উপহার হিসেবে! দুই চমক দিয়ে ভারতের টি-২০ ও টেস্ট দল ঘোষণা করা হয়েছে। 

প্রথম চমক হিসেবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে ভারতীয় দলে ডাক পেলেন সেই উমরান মালিক। আর দ্বিতীয় চমক, প্রত্যাশা মতোই ছোট ফরম্যাটের এই সিরিজে বিশ্রাম দেওয়া হল রোহিত শর্মা, বিরাট কোহলি, জশপ্রীত বুমরাহদের।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঘরের মাঠে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে টিম ইন্ডিয়া। এরপরই দল উড়ে যাবে ইংল্যান্ডে। করোনার জন্য গত বছর পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের একটি ম্যাচ স্থগিত হয়েছিল। 

সেই ম্যাচ খেলতেই বিলেত সফর ভারতীয় দলের। রবিবার আসন্ন টি-২০ সিরিজ এবং একমাত্র টেস্টটির দল ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড। সকলের নজর ছিল টি-টোয়েন্টি দল বাছাইয়ের দিকে। 

রোহিত শর্মাকে যে এই সিরিজে বিশ্রাম দেওয়া হবে, তা আগেই কার্যত নিশ্চিত হয়ে গিয়েছিল। তাঁর অনুপস্থিতিতে কে অধিনায়ক হবেন, তা নিয়ে জল্পনা ছিল তুঙ্গে। দৌড়ে এগিয়ে ছিলেন হার্দিক পাণ্ডিয়া এবং শিখর ধাওয়ান। 

কিন্তু ঘোষিত দলে জায়গা পাননি ধাওয়ান। আর হার্দিককে টপকে টি-২০ সিরিজের নেতা করা হল কেএল রাহুল।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে