বৃহস্পতিবার, ১৪ জুলাই, ২০২২, ০৪:৩৭:০৬

মেসির সঙ্গে পিএসজির চুক্তি সংক্রান্ত নতুন তথ্য ফাঁস

মেসির সঙ্গে পিএসজির চুক্তি সংক্রান্ত নতুন তথ্য ফাঁস

স্পোর্টস ডেস্ক: বার্সেলোনা থেকে গত মৌসুমে প্যারিসে পাড়ি জমিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। তাকে দলে ভিড়িয়ে সে সময়ে খুশির ঢেউ বয়ে গিয়েছিল প্যারিস সেন্ট জার্মেইয়ের ভক্ত-সমর্থকদের মধ্যে। 

প্রথম চ্যাম্পিয়ন্স লিগ শিরোপার সন্ধানে থাকা ক্লাবটি আশা করেছিল বার্সেলোনার হয়ে চারটি চ্যাম্পিয়ন্স লিগ জেতা মেসিই পারবেন তাদের শিরোপা খরা কাটাতে কিন্তু প্যারিসে এক মৌসুম শেষে প্রত্যাশার ছিটেফোঁটাও পূরণ করতে পারেননি এই ফুটবল জাদুকর। 

চ্যাম্পিয়ন্স লিগ ব্যর্থতার পর সমর্থকদের দুয়োধ্বনিও শুনতে হয়েছিল মেসিকে। গুঞ্জন উঠেছিল পিএসজির সঙ্গে হয়তো সম্পর্ক শেষ হতে পারে এই তারকা ফুটবলারের। যদিও ক্লাবটির তরফে বারবার বলা হয়েছে মেসিকে নিয়েই সব পরিকল্পনা তাদের। 

আরেকবার প্রমাণ মিলল সেটির। মেসির সঙ্গে পিএসজির চুক্তি সংক্রান্ত নতুন তথ্য ফাঁস করলো স্প্যানিশ দৈনিক ‘মার্কার’। দলের হয়ে খুব বেশি ভালো করতে না পারলেও এখনই মেসির ওপর থেকে আস্থা হারাচ্ছে না পিএসজি।

স্প্যানিশ দৈনিক ‘মার্কার’ দাবি, আর্জেন্টাইন তারকার ২০২৩ সাল পর্যন্ত পিএসজিতে থাকার কথা থাকলেও আরও এক বছর চুক্তির মেয়াদ বাড়াতে চাইছে ক্লাব কর্তৃপক্ষ। যদিও কাগজে-কলমে এখনো কোনো চুক্তি করেনি তারা।

এদিকে, পিএসজিতে নিজের ভবিষ্যৎ নিয়ে এখনই কোনোকিছু ভাবতে চাইছেন না মেসি। বর্তমানে তার চোখ শুধু কাতার বিশ্বকাপের দিকে। এরপর এসব নিয়ে ভাবতে চান ৩৫ বছর বয়সী এই ফুটবলার। সম্প্রতি আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াসি স্পোর্টসকে দীর্ঘ সাক্ষাৎকার দিয়েছেন মেসি। 

সেখানে উঠে এসেছে নানা বিষয়। সেই আলোচনায় উঠে এসেছে পিএসজিতে মেসির প্রথম মৌসুমও। প্রথম মৌসুম ভালো না কাটার কারণ হিসেবে মেসি বলছেন নতুন পরিবেশ-পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নিতে না পারার কথা। 

তবে নতুন মৌসুমে পুরনো মেসি হয়ে ফিরে আসার প্রত্যয় জানিয়ে তিনি বলেন, 'আমি ব্যক্তিগতভাবে এই মৌসুমে ভালো করতে পারিনি। আমি মনে করি আগামী মৌসুমে এই ব্যাপারটা পাল্টে দিতে পারব। ক্লাব পরিবর্তনের ফলে নতুন পরিবেশে এসে পড়তে হয়েছে, যেটা আমার জন্য ভালো হয়নি।'

নতুন মৌসুমে ভালো করার কথাও দিয়েছেন মেসি। তিনি বলেন, 'আমি জানি এই বছরটা অন্য রকমই হবে আমার জন্য। আমি এখন ক্লাবটাকে চিনি, ক্লাবের সবাইকে চিনি, পরিবেশটা জানি। ড্রেসিংরুমে আমার সতীর্থদের সঙ্গে আমি এখন অনেক বেশি স্বাচ্ছন্দ। আমি জানি এ বছরটা অন্য রকমই হবে।'

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে