সোমবার, ১২ মে, ২০২৫, ০৩:৪৭:৪২

অবশেষে যিনি হলেন বাংলাদেশের নতুন পেস বোলিং কোচ

অবশেষে যিনি হলেন বাংলাদেশের নতুন পেস বোলিং কোচ

স্পোর্টস ডেস্ক : শন টেইট বাংলাদেশের বোলিং কোচ হতে পারেন- এই গুঞ্জন বেশ কয়েক দিন থেকেই উড়ে বেড়াচ্ছে। শেষ পর্যন্ত গুঞ্জনই সত্যি হলো, আন্দ্রে অ্যাডামসকে বিদায় দেওয়ার পর অস্ট্রেলিয়ারন গতি তারকাকে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সোমবার (১২ মে) এক বিবৃতি দিয়ে টেইটকে নিয়োগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি।

খেলোয়াড়ি জীবনে ৩ টেস্ট, ৩৫ ওয়ানডে ও ২১ টি-টোয়েন্টি ম্যাচ খেলা টেইট ২০০৭ সালের বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়া দলের সদস্য ছিলেন। তিনি ২০২২ সালে পাকিস্তান জাতীয় দলের পেস বোলিং কোচ হিসেবেও কাজ করেছেন। কাজ করেছেন আফগানিস্তান জাতীয় দলের বোলিং কোচ হিসেবেও।

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ২০২৪-২৫ মৌসুমে চিটাগং কিংসের প্রধান কোচ হিসেবে টেইটের অধীনে দলটি লিগ পর্বে দ্বিতীয় স্থান অর্জন করে। তিনি তরুণ পেসারদের দক্ষতা উন্নয়নে বিশেষ ভূমিকা রাখেন। বিশেষ করে হাসান মাহমুদ, শরিফুল ইসলাম ও খালেদ আহমেদের মতো খেলোয়াড়দের নিয়ে কাজ করেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে