স্পোর্টস ডেস্ক : জাতীয় দলের সেরা মুখ মুস্তাফিজুর রহমানকে নিয়ে ফের বাড়ছে দুশ্চিন্তা। তার শারীরিক অবস্থা ভালো নেই। জিম্বাবুয়ে সিরিজ থেকে তো কয়েকদিন আগে ছিটকে গেছেন মুস্তাফিজুর রহমান।
এশিয়াকাপের আগে মুস্তাফিজকে পুরোপুরি সুস্থ করে তোলার জন্য তাড়া বাংলাদেশ ক্রিকেট বোর্ডের। বিসিবির চিকিৎসক দেবাশিষ বিশ্বাস গণমাধ্যমকে জানিয়েছেন, মুস্তাফিজুর রহমানকে সুস্থ করা নিয়েই চিন্তা আমাদের।
সামনে এশিয়াকাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপ। এই দুটি গুরুত্বপূর্ণ আসর যখন সামনে তখন মুস্তাফিজের ছিটকে যাওয়ায় উদ্বেগ ক্রমশই বাড়ছে। সেদিন বল করার সময় বাম কাঁধে আঘাত পাওয়ার পরে প্যাবিলিয়নে ফেরেন মুস্তাফিজুর রহমান।
প্যাবিলিয়নে তার কাঁধের ব্যথা আরো বৃদ্ধি পায়। এই কাঁধে পুরনো ব্যথা রয়েছে মুস্তাফিজের। ব্যথা নাশক ওষুধ খেয়ে কখনো কখনো মাঠে নেমেছেন মুস্তাফিজ।
পুরোপুরি সুস্থ হয়ে না ফিরতে পারলে এভাবে মাঠে নামাটা বেশ ক্ষতিকর হবে মুস্তাফিজুর রহমানের জন্য। মুস্তাফিজুর রহমানের স্ক্যানিং রিপোর্ট এখনো পাওয়া যায়নি।
রিপোর্টে বড় কোনো সমস্যা ধরা পড়লে বেশ ক্ষতি হবে দেশের ক্রিকেটের। একদিকে এশিয়াকাপ অন্যদিকে টি-টোয়েন্টি বিশ্বকাপ। মুশফিকতো কয়েক সপ্তাহ পরেই মাঠে নামতে পারবেন। কিন্তু স্ক্যানিং রিপোর্ট হাতে না পাওয়া পর্যন্ত দুশ্চিন্তার শেষ নেই মুস্তাফিজকে নিয়ে।
২০ জানুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর