স্পোর্টস ডেস্ক : টাইগারদের সাথে যোগ দিয়েছেন এক সেরা প্রতিভা। নাম তার আবু হায়দার রনি। খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে খেলতে নামবেন আবু হায়দার রনি।
স্বপ্নের পথে হাঁটবেন বিপিএল কাঁপানো রনি। মুস্তাফিজের যায়গায় প্রতিপক্ষকে কাঁদাবেন আবু হায়দার রনি। আজ ২০ জানুয়ারি ২০১৬। দিনটি অনেকের কাছে সাধারণ মনে হলেও দেশের ক্রিকেটের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি দিন।
একদিকে সিরিজ জয় ও রনির অভিষেকের ম্যাচ। মুস্তাফিজের ঝলকের কথা ভুলে যাওয়ার নয় কিছুতেই। কিন্তু রনি ছাড়িয়ে যেতে পারেন মুস্তাফিজকেও।
সদ্য সমাপ্ত বিপিএলে মুস্তাফিজের চেয়ে বেশি সাফল্য রনির। আসরে ২১ টি উইকেট শিকার করে মুস্তাফিজকে টেক্কা দিয়েছেন আবু হায়দার রনি। বিকাল তিনটার দিকে খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে দেশের জার্সি গায়ে জড়িয়ে মাঠে নামছেন রনি।
বিপিএলের মাধ্যমে একটি বড় নামে পরিণত হয়েছেন আবু হায়দার রনি। খুলনার ওই স্টেডিয়ামে রনি কেমন খেলেন সেদিকে তাকিয়ে আছেন সবাই।
২০ জানুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর