বুধবার, ২০ জানুয়ারী, ২০১৬, ১২:৫৭:৫৮

ভারতকে বিশাল টার্গেট দিল অস্ট্রেলিয়া

ভারতকে বিশাল টার্গেট দিল অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক :ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যকার ওয়ানডে সিরিজের চতুর্থ ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে ৩৪৮ রান সংগ্রহ করেছে অস্ট্রেলিয়া ক্রিকেট টিম।

বুধবার সকাল সাড়ে ৯টায় টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় তারা।

অসি দলের হয়ে ওপেনিংয়ে নামেন ফিঞ্চ ও ওয়ার্নার। ফিঞ্চ ১০৭ বলে ১০৭ রান করে মাঠ ছাড়লেও অল্পের জন্য সেঞ্চুরি মিস হয় অপর উদ্বোধনী ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নারের। ৯৭ রান করে সাজ ঘরে ফিরেন তিনি। এছাড়া স্মিথের অর্ধশতক ছিল চোখে পড়ার মত।

পিতৃত্বকালীন ছুটি কাটিয়ে দলে ফেরা ওয়ার্নার ও ফিঞ্চ উদ্বোধনী জুটিতে স্বাগতিকদের দুর্দান্ত সূচনা এনে দেন। দুজন মিলে ১৬.১ ওভারেই দলের স্কোর ১০০ পার করেন। শুরুর দিকে শুধু ওয়ার্নার আক্রমণাত্মক ব্যাটিং করলেও ফিঞ্চও ক্রমেই বিধ্বংসী হয়ে ওঠেন।

ওয়ার্নার ক্যারিয়ারের পঞ্চম ওয়ানডে সেঞ্চুরির দিকেই এগিয়ে যাচ্ছিলেন। কিন্তু সেঞ্চুরি থেকে ৭ রান দূরে থাকতে ইশান্ত শর্মার একটি বল ওয়ার্নারের ব্যাটের কানায় লেগে স্টাম্প ভেঙে দেয়। ৯২ বলে ১২টি চার ও এক ছক্কায় ৯৩ রানের ইনিংসটি সাজান ওয়ার্নার। আর ফিঞ্চ-ওয়ার্নারের উদ্বোধনী জুটিতে আসে ১৮৭ রান।

 

ওয়ার্নার সেঞ্চুরি মিস করলেও ফিঞ্চ ঠিকই তিন অঙ্কের ম্যাজিক্যাল ফিগার স্পর্শ করেন। উমেশ যাদবের বলে ইশান্ত শর্মাকে ক্যাচ দিয়ে ফেরার আগে এই ডানহাতি করেন ১০৭ রান। তার ১০৭ বলের ইনিংসে ছিল ৯টি চার ও দুটি ছক্কার মার।

 

 

 

এরপর মিচেল মার্শ ও স্টিভেন স্মিথ মিলে তৃতীয় উইকেট জুটিতে ৬৭ রান যোগ করেন। ৩৩ রান করে মার্শ ফিরে গেলে ভাঙে এ জুটি। মার্শের পর স্মিথও আর বেশিক্ষণ টিকতে পারেননি, তবে ঠিকই ফিফটি তুলে নেন। দলীয় ২৯৮ রানে ইশান্ত শর্মার বলে ফাইন লেগে গুরুকিরাত সিংয়ের হাতে ধরা পড়েন স্মিথ। মাত্র ২৯ বলে ৪টি চার ও ৩টি ছক্কায় ৫১ রান করেন অসি অধিনায়ক।

এরপর চার বলের ব্যবধানে আরো ৩ উইকেট হারালেও গ্লেন ম্যাক্সওয়েলের ঝোড়ো ব্যাটিংয়ে স্কোরটা সাড়ে তিনশোর কাছাকাছি নিয়ে যায় অস্ট্রেলিয়া। ইশান্ত শর্মার করা ইনিংসের শেষ ওভারের প্রথম পাঁচ বলে তিনটি চার ও এক ছক্কায় ১৮ রান তোলেন ম্যাক্সওয়েল। তবে শেষ বলে মনিষ পান্ডের দুর্দান্ত এক ক্যাচে পরিণত হন এই হার্ডহিটার ব্যাটসম্যান। ২০ বলে ৬টি চার ও এক ছক্কায় ৪১ রান করেন ম্যাক্সওয়েল।

ভারতের পক্ষে ইশান্ত শর্মা ৭৭ রানের বিনিময়ে সর্বোচ্চ ৪ উইকেট নেন। ৬৭ রানে ৩ উইকেট নেন উমেশ যাদব। 

২০ জানুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে