স্পোর্টস ডেস্ক : এশিয়া মহাদেশের দেশ আফগানিস্তান যেন জয় করতে এসেছে ক্রিকেট রাজ্য। আফগানিস্তানের জাতীয় দলের ক্রিকেটারদের এমন রেকর্ডও রয়েছেন যেটা বিশ্বের অন্যকোনো ক্রিকেটারের নেই। এবার নজর কেড়ে নিল আফগানিস্তানের তরুণ ক্রিকেটাররা।
আফগানিস্তানের জাতীয় দল কতটা ভয়ংঙ্কর সেটা মাঠের লড়াইয়েই দেখা যায়। এবার দেখা গেল দেশটির তরুণরা কতটাই উজ্জ্বল ক্রিকেট খেলছে সেটি। মাত্র কয়েক বছর আগে আইসিসির সহযোগী দেশ হিসাবে ক্রিকেটে পা রাখা আফগানিস্তানের সামনে সাফল্যর হাতছানি।
আফগানিস্তানের এ দল ৪ দিনের ম্যাচে খেলছে জিম্বাবুয়ের বিপক্ষে। দুইদেশের মধ্যে ৫টি চার দিনের ম্যাচ খেলার কথা। প্রথম ম্যাচেই দারুণ ব্যাটিং করে নজড় কাড়ল আফগানিস্তানের তরুণ ক্রিকেটাররা।
দুটি সেঞ্চুরি এসেছে আফগানিস্তানের প্রথম ইনিংসে। অন্যান্য ব্যাটসম্যানদেরও ব্যাটিং প্রদর্শনী রয়েছে। তরুণ ব্যাটসম্যান নাসির জামাল করেছেন ১০২ রান। রহমত শাহ করেছেন ১২০ রান।
আট উইকেটে ৪৮৪ রান করে বীরের মত নিজেদের প্রথম ইনিংস ঘোষণা করে দীর্ঘদিন যুদ্ধবিধ্বস্তথাকা আফগান দলের ক্রিকেটাররা। আফগানিস্তানের ইনিংস ঘোষণা দেয়ায় ব্যাট করতে মাঠে নেমেছেন জিম্বাবুয়ের ক্রিকেটাররা।
বোলিংয়ের দারুণ খেলছে আফগানিস্তান। ২০১৫ বিপিএলের টুর্ণামেন্ট সেরা হওয়া আসহার জাইদী রয়েছেন মূল বোলিং আক্রমণে। এখান থেকে ধারনাই করা যায় যে, কতটা উজ্জ্বল হয়ে উঠছে আফগাস্তিানের ক্রিকেট।
২০ জানুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর