শনিবার, ৩০ জুলাই, ২০২২, ১২:৫১:১৫

এক আজব ঘটনা ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে! হাসলেন রোহিত

এক আজব ঘটনা ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে! হাসলেন রোহিত

স্পোর্টস ডেস্ক: ওয়েস্ট ইন্ডিজ-ভারত টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ঘটল এক আজব ঘটনা।  সুযোগ পেয়েও ভারতীয় অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিনকে রানআউট করলেন না উইন্ডিজ বোলার ওবেদ ম্যাককয়। 

এমনটি কেন করেছেন ম্যাককয় - সে প্রশ্নের জবাব দিতে পারবেন কেবল এই ক্যারিবীয় তারকাই। ওবেদের এই কাণ্ড দেখে ডেসিংরুম থেকে হাসছিলেন ভারত দলের অধিনায়ক রোহিত শর্মা।

শুক্রবার ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে ম্যাচে এমন কাণ্ড ঘটিয়ে আলোচনার জন্ম দিয়েছেন ম্যাককয়। ঘটনাটি ভারতীয় ইনিংসের ১৭.৩ ওভারে ঘটে এমন অবাক করা ঘটনা। দিনেশ কার্তিক লংয়ে শট খেলেই রান নিতে দৌড়ান। কার্তিক দুই রানের ডাক দিলে তাতে সাড়া দেন অশ্বিন।  তবে দ্বিতীয় রান নেওয়ার ক্ষেত্রে অশ্বিনের দৌড় ছিল ধীর গতির। 

এ সময় ফিল্ডারের ছোঁড়া বল ধরে স্টাম্পে লাগানোর ভঙ্গিও করেন ওবেদ।  তবে অদ্ভুত কারণে বল স্টাম্পে ছোঁয়াননি তিনি। পেছন ফিরে দেখেন ব্যাটার অশ্বিন তখনও পৌঁছননি ক্রিজে।  এরপরও বল ধরে দাঁড়িয়ে থাকেন ওবেদ। 

অথচ বেল ফেলে দেওয়াও সহজ ছিল ওবেদের কাছে।  সাজঘরে ফেরাতে পারতেন অশ্বিনকে।  জীবন পেয়ে অশ্বিন ১০ বলে ১৩ রান করে অপরাজিত থাকেন। সে ম্যাচে ৬৮ রানের বড় ব্যবধানে উইন্ডিজদের হারিয়েছে ভারত।

প্রথম ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ১৯০ রানের বড় সংগ্রহ জমা করে ভারত।  সর্বোচ্চ রান (৬৪) আসে অধিনায়ক রোহিত শর্মার ব্যাট থেকে। দীনেশ কার্তিক ১৯ বলে ৪১ রানের ঝোড়ো ইনিংস খেলে অপরাজিত থাকেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে