স্পোর্টস ডেস্ক: সফরকারী জিম্বাবুয়ের বিপক্ষে চার ম্যাচ টি২০ সিরিজের তৃতীয় ম্যাচে সিরিজ নির্ধারণের টার্গেটে মাঠে নামছে বাংলাদেশ ক্রিকেট টিম।
খুলনার শেখ আব নাসের স্টেডিয়ামে বুধবার বিকেল তিনটায় শুরু হবে দু’দেশের চিরপ্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচটি।
চার ম্যাচ সিরিজের দু’ম্যাচ এর আগে নিজেদের করে নিয়েছে স্বাগতিক বাংলাদেশ। প্রথম ম্যাচে কষ্টার্জিত জয় পেলেও দ্বিতীয় ম্যাচে বেশ দাফটের সঙ্গে জয় তুলে নেয় বাংলাদেশ।
আজ সিরিজের তৃতীয় ম্যাচে সফরকারীদের বিপক্ষে দেখা যাবে না জাতীয় টেস্ট দলের অধিনায়ক মুশফিকুর রহিমকে। তার বদলে দেখা যেতে পারে সম্প্রতি বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দাফট দেখানো ইমরুল কায়েসকে। এছাড়া বোলিং লাইনেও থাকবে পরিবর্তনের ছোঁয়া। ইনজুরিতে পড়ে মাঠে নামবেন না মুস্তাফিজুর রহমান। আর ব্যর্থতার দায়ে বাদ পড়েছেন শুভাগত হোম ও আল আমিন। তাই কাটার মুস্তাফিজের জায়গা দখলের সুযোগ রয়েছে গতির দানব তাসকিন আহমেদের।
জিম্বাবুয়ের বিপক্ষে ৩য় টি-টোয়েন্টি ম্যাচ জেতার জন্য দেখে নিন বাংলাদেশের সেরা একাদশ-
১. তামিম ইকবাল
২. সৌম্য সরকার
৩. সাব্বির রহমান
৪. মাহমুদউল্লাহ রিয়াদ
৫. সাকিব আল হাসান
৬. মোসাদ্দেক হোসেন
৭. নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক)
৮. ইমরুল কায়েস
৯. মাশরাফি মুর্তজা (অধিনায়ক)
১০. মোহাম্মদ শহীদ
১১. আবু হায়দার রনি।
২০ জানুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর