 
                                        
                                        
                                       
                                        
                                             
                                                                                    
স্পোর্টস ডেস্ক: ৪ টাইগারের তাণ্ডবে অসহায় জিম্বাবুয়ে! পড়ছে টপাটপ উইকেট! নাসুম আহমেদ শুরুটা করে দিয়েছিলেন। এরপর মেহেদি হাসানের তোপে পাওয়ারপ্লেতেই তিন উইকেট খুইয়ে বসেছিল জিম্বাবুয়ে।
এরপর মোসাদ্দেক হোসেন আর মাহমুদউল্লাহ রিয়াদরা স্পিন বিষে ঘায়েল করলেন আরও দুই জিম্বাবুইয়ানকে। এর ফলে ১০ ওভার না পেরোতেই স্বাগতিকদের ৫ উইকেট তুলে ফেলে বাংলাদেশ রীতিমতো উড়ছে।
নাসুম-মেহেদির তোপে পাওয়ারপ্লেতে তিন উইকেট খুইয়ে ফেলা জিম্বাবুয়ে ইনিংস গড়ায় মন দিয়েছিল। তবে ইনিংসের নবম ওভার করতে এসে শন উইলিয়ামসকে ফিরিয়ে দেন অধিনায়ক মোসাদ্দেক। তার করা বল পেছনের পায়ে খেলতে গিয়ে উইলিয়ামস ক্যাচ দেন লেগ সাইডে ডিপে থাকা ফিল্ডার নাজমুল হোসেনকে। জিম্বাবুয়ে ৫৪ রানে হারিয়ে বসে ৪ উইকেট।
পরের ওভারে মোসাদ্দেক আক্রমণে মাহমুদউল্লাহকে। নাসুমের মতো তিনিও বাংলাদেশকে সাফল্য এনে দেন প্রথম বলেই। উইকেটটাও খুব গুরুত্বপূর্ণ একজনের।
ওপাশে একের পর এক ব্যাটসম্যানের আসা যাওয়ার মাঝেও জিম্বাবুয়ে অধিনায়ক আরভিন ছিলেন অবিচল, জিম্বাবুয়েকে দেখাচ্ছিলেন বড় রানের আশা। সেই আরভিনকেই ফেরান সাবেক বাংলাদেশ অধিনায়ক। তার বলে স্টাম্পিং হয়ে ফেরেন আরভিন। জিম্বাবুয়ে ১০ রানের ব্যবধানে হারিয়ে বসে চার উইকেট।