বুধবার, ০৩ আগস্ট, ২০২২, ০২:২৩:০৪

হারের পর রীতিমত হুংকার দিয়ে রাখলেন মোসাদ্দেক

হারের পর রীতিমত হুংকার দিয়ে রাখলেন মোসাদ্দেক

স্পোর্টস ডেস্ক: জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশ দল শেষ টি-২০ হেরেছে ছন্নছাড়া পারফরম্যান্সের কারণে। নির্ধারিত ২০ ওভার শেষে স্কোর বোর্ডে ১৫৬ রানের পুঁজি পায় জিম্বাবুয়ে। ১৫৭ রান টপকাতে নেমে ব্যাটসম্যানদের ব্যর্থতায় ১৪৬ রানে থামে বাংলাদেশ দলের ইনিংস। 

ফলে ১০ রানে ম্যাচ হেরে ১-২ ব্যবধানে সিরিজ হার মেনে নিতে হয় সফরকারীদের। টি-টোয়েন্টি সিরিজ হারের পর টাইগারদের ভারপ্রাপ্ত অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত যেন রীতিমত হুংকার দিয়ে রাখলেন, তিন ফরম্যাটের ‘প্রিয়’ ওয়ানডে সিরিজেই স্বরূপে দেখা যাবে জিম্বাবুয়ে দলকে।

ম্যাচ হেরে পুরস্কার বিতরণী মঞ্চে মোসাদ্দেক বলছিলেন, ‘সবাই জানে আমরা ওয়ানডেতে কত ভালো দল। আশা করছি আমরা ওখানে ভালোভাবে ঘুরে দাঁড়াব।’ হারের বিষাদকে সঙ্গী করেই সফরকারীদের নামতে হবে ওয়ানডে সিরিজে। আগামী ৫ আগস্ট সিরিজের প্রথম ওয়ানডেতে মাঠে নামবে দুই দল।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে