মঙ্গলবার, ০৯ আগস্ট, ২০২২, ১০:৫১:৫৪

বড়সড় বিপাকে মুম্বই ইন্ডিয়ান্স! রোহিতদের মাথায় হাত!

বড়সড় বিপাকে মুম্বই ইন্ডিয়ান্স! রোহিতদের মাথায় হাত!

স্পোর্টস ডেস্ক : মুম্বই ফ্র্য়াঞ্চাইজির কর্ণধার নীতা আম্বানি, তিনি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের ডিরেক্টরও। এবার IPL-এর সম্প্রচার স্বত্ত্ব পেয়েছে ভায়কম ১৮। ২০২৩ থেকে ২০২৭ সাল পর্যন্ত যারা অনলাইনে IPL দেখাবে। 

২৩ হাজার ৭৫৮ কোটি টাকার বিনিময়ে সম্প্রতি নিলামে এই স্বত্ত্ব জিতেছে ভায়কম। এই ভায়কম ১৮ আবার রিয়ালেন্সের একটি সংস্থা। ফলে নীতা আম্বানিও এই সংস্থার মাথায়। এখানেই বেঁধেছে বিপত্তি। আরও পড়ুন: কপাল পুড়ল সোহানের! যখন এশিয়া কাপের জন্য বাংলাদেশ দল ঘোষণা!
 
সময়টা মোটেও ভালো যাচ্ছে না IPL-এর সবথেকে সফল ফ্র্যাঞ্চাইজি মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians)। ২০২২ মরশুমে লাস্ট বয় হিসেবে অভিযান শেষ করা আর এবার বড়সড় বিপাকে পড়ল তারা। 

বলা ভালো দলের কর্ণধার নীতা আম্বানি (Nita Ambani)। এবার স্বার্থের সংঘাতের অভিযোগ উঠল তাঁর বিরুদ্ধে। তাঁর বিরুদ্ধে স্বার্থের সংঘাতের অভিযোগ আনা হয়েছে। যারফলে সমস্যায় পড়তে পারে ফ্র্যাঞ্চাইজি। আরও পড়ুন: দায় স্বীকার করলেন তামিম, শাস্তি দিল আইসিসি

অভিযোগটি এনেছেন মধ্যপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের সদস্য সঞ্জীব গুপ্ত। বোর্ডের এথিক্স কমিটির কাছে তিনি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের ডিরেক্টর ও মুম্বই ইন্ডিয়ান্সের কর্ণধার নীতা আম্বানির বিরুদ্ধে অভিযোগ এনেছে। মূলত IPL নিয়ে তাঁর অভিযোগ।

কী সেই অভিযোগ? মুম্বই ফ্র্য়াঞ্চাইজির কর্ণধার নীতা আম্বানি, তিনি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের ডিরেক্টরও। এবার IPL-এর সম্প্রচার স্বত্ত্ব পেয়েছে ভায়কম ১৮। ২০২৩ থেকে ২০২৭ সাল পর্যন্ত যারা অনলাইনে IPL দেখাবে। 

২৩ হাজার ৭৫৮ কোটি টাকার বিনিময়ে সম্প্রতি নিলামে এই স্বত্ত্ব জিতেছে ভায়কম। এই ভায়কম ১৮ আবার রিয়ালেন্সের একটি সংস্থা। ফলে নীতা আম্বানিও এই সংস্থার মাথায়। আরও পড়ুন: আর্জেন্টিনা ২, ব্রাজিল ৫

এখানেই বেঁধেছে বিপত্তি। সঞ্জীব গুপ্তর অভিযোগ অনুযায়ী, যেহেতু মুম্বই ইন্ডিয়ান্সের কর্ণধার নীতা আম্বানি ও তাঁর সংস্থার চ্যানেলে IPL দেখানো হবে ফলে সম্প্রচারের ক্ষেত্রে মুম্বই অতিরিক্ত সুবিধা পেতে পারে।

এই অভিযোগের ভিত্তিতে সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি নীতা আম্বানিকে নোটিশ দিয়েছেন। ২ সেপ্টেম্বরের মধ্যে তাঁকে লিখিত আকারে জবাব দিতে হবে। 

নোটিশে বলা হয়েছে, “আপনাকে জানানো যাচ্ছে যে আপনার বিরুদ্ধে BCCI-এর এথিক্স কমিটির কাছে একটি অভিযোগ জমা পড়েছে। BCCI-এর ৩৯(বি) ধারায় অভিযোগ জমা পড়েছে। যেখানে আপনার বিরুদ্ধে স্বার্থের সংঘাতের অভিযোগ আনা হয়েছে। আপনাকে ২ সেপ্টেম্বরের মধ্যে উত্তর দিতে বলা হচ্ছে।”

দোষী প্রমাণিত হলে কী হবে? যদি নীতা আম্বানির উত্তরে এথিক্স কমিটি সন্তুষ্ট না হয় তাহলে তাঁকে কোনও একটি পদ ছাড়তে হবে। সৌরভ গঙ্গোপাধ্যায় যেমন ATK-র কর্ণধার হিসেবে সরে দাঁড়িয়েছিলেন তাঁর বিরুদ্ধে স্বার্থের সংঘাতের অভিযোগ ওঠার পর।

এই প্রথমবার নয়, সঞ্জীব গুপ্তা এরআগে একাধিক স্বার্থের সংঘাতের অভিযোগ এনেছিলেন। তাঁর অভিযোগের তালিকায় ছিলেন, বিরাট কোহলি, সৌরভ গঙ্গোপাধ্যায়, ভিভিএস লক্ষ্মণ, সচিন তেন্ডুলকর, রাহুল দ্রাবিড়, মহেন্দ্র সিং ধোনি ও রাজীব শুক্লা।-এই সময়

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে