বুধবার, ১০ আগস্ট, ২০২২, ০৫:৫৪:১৩

অবশেষে আফিফের চোখ ধাঁধাঁনো ব্যাটিং!

অবশেষে আফিফের চোখ ধাঁধাঁনো ব্যাটিং!

স্পোর্টস ডেস্ক : প্রথম ওয়ানডেতে ব্যাটিংই পাননি বাংলাদেশের মিডল অর্ডারের ব্যাটার আফিফ হোসেন। অবশেষে আফিফের চোখ ধাঁধাঁনো ব্যাটিং! দ্বিতীয় ওয়ানডেতে দলের গুরুত্বপূর্ণ সময়ে খেলেন ৪১ বলে ৪১ রানের ইনিংস। হারারেতে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতেও হেসেছে তাঁর ব্যাট।

প্রথম দুই ম্যাচে হেরে জিম্বাবুয়ের কাছে এরই মধ্যে ওয়ানডে সিরিজ খুইয়েছে বাংলাদেশ। আরও পড়ুন: আর্জেন্টিনা ২, ব্রাজিল ৫

হোয়াইটওয়াশ এড়ানোর লড়াইয়ে জিম্বাবুয়েকে ২৫৭ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ। টসে হেরে আগে ব্যাট করতে নেমে ৪১ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। অধিনায়ক তামিম ইকবাল ৩০ বলে ১৯ রান করে রান আউটের শিকার হন। 

এরপর রানের খাতা খুলতে পারেননি শান্ত ও মুশফিক। শান্ত পেয়েছেন ‘গোল্ডেন ডাক’, আর তিন বলে কোনো রান না করেই সাজঘরে ফিরেছেন মুশি। ৪৭ রানে তিন উইকেট হারিয়ে ধুঁকতে থাকে বাংলাদেশ। আরও পড়ুন: বড় খবর, কাতার বিশ্বকাপের সূচি পরিবর্তন!

পাঁচে নেমে ওপেনার এনামুল হক বিজয়ের সঙ্গে ৭৭ রানের জুটি গড়েন মাহমুদ উল্লাহ। ৭১ বলে ৭৬ রান করে বিজয় বিদায় নিলে ভাঙে সেই জুটি। 

২৫তম ওভারে বাংলাদেশের স্কোর যখন ৪ উইকেটে ১২৪, তখন ক্রিজে আসেন আফিফ। এরপর পঞ্চম উইকেটে আফিফ-মাহমুদ উল্লাহ গড়েন ৪৯ রানের জুটি। দলীয় ১৭৩ রানে বিদায় নেন রিয়াদ। ৬৯ বলে মাত্র তিনটি চারের সাহায্যে ৩৯ রান করেন তিনি। আরও পড়ুন: কারা জিতবে কাতার বিশ্বকাপ? যা বললেন আর্জেন্টিনা কোচ

এক প্রান্তে উইকেট পড়তে থাকলেও অনড় থাকেন আফিফ। শেষ পর্যন্ত ৮১ বলে ৮৫ রানে অপরাজিত থাকেন আফিক। ৫০ ওভারে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৯ উইকেটে ২৫৬-তে। আফিফের ইনিংসে ছিল দুটি ছক্কা ও ৬টি চার, স্ট্রাইকরেট ১০৪.৯৪।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে