বুধবার, ১০ আগস্ট, ২০২২, ০৬:১৮:৩৭

০, ০, ০, ০, ০ পাঁচ ব্যাটারের! বিস্তারিত জানলে অবাক হবেন!

০, ০, ০, ০, ০ পাঁচ ব্যাটারের! বিস্তারিত জানলে অবাক হবেন!

স্পোর্টস ডেস্ক : জিম্বাবুয়ের বিপক্ষে প্রায় নয় বছর পর ওয়ানডে সিরিজ হেরেছে বাংলাদেশ। তিন ম্যাচ সিরিজের শেষ ম্যাচটাতেও হারের শঙ্কা। যদি শেষ পর্যন্ত হোয়াইটওয়াশ হয়েই যায় বাংলাদেশ, তাহলে সেটা হবে দীর্ঘ ২১ বছর পর।

লজ্জার হোয়াইটওয়াশের শঙ্কা নিয়ে হারারেতে টস জিতে ব্যাট করতে নেমেছিল বাংলাদেশ। তবে সিরিজের প্রথম দুই ম্যাচে যেভাবে রান তুলেছিল সেটিও পারেনি আজ ব্যাটারদের ব্যর্থতায়। আরও পড়ুন: আর্জেন্টিনা ২, ব্রাজিল ৫

০, ০, ০, ০, ০ পাঁচ ব্যাটারের! বিস্তারিত জানলে অবাক হবেন! এক ইনিংসে ৫ জন ব্যাটার খুলতেই পারেননি রানের খাতা। এই তালিকায় রয়েছেন নাজমুল হাসান শান্ত, মুশফিকুর রহিম, হাসান মাহমুদ, মোস্তাফিজুর রহমান এবং এবাদত হোসেন। যদিও এবাদত হোসেন যেতে পারেননি স্ট্রাইকে।

এর আগে বাংলাদেশ আটবার দেখেছিল এক ম্যাচে ৪ ব্যাটারের শূন্য। যার সবটাই ছিল আগে ব্যাট করে। সবশেষ ৪ ব্যাটারের শূন্য ছিল ২০১৪ সালে মিরপুরে ভারতের বিপক্ষে। আরও পড়ুন: বড় খবর, কাতার বিশ্বকাপের সূচি পরিবর্তন!

ইনিংসে সর্বোচ্চ ডাক মারার তালিকায় সবার ওপরে পাকিস্তান। তিন ম্যাচে ৬ জন ব্যাটার সাজঘরে ফেরেন রানের খাতা না খুলেই। ৬ ডাকের তালিকায় আরও রয়েছে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে।

হারারেতে এদিন ব্যাটারদের ব্যর্থতায় বাংলাদেশ সংগ্রহ করেছে ৯ উইকেটে ২৫৬ রান। সিরিজের প্রথম ম্যাচে ৩০৩ করেও হেরেছিল, দ্বিতীয় ম্যাচে ২৯০ রান করে। দুটি ম্যাচেই হেরেছিল ৫ উইকেটে।

সিরিজ জুড়ে বাংলাদেশের ব্যর্থতা দেখা গেলেও ব্যাটে-বলে দুর্দান্ত জিম্বাবুয়ে। প্রথম দুই ম্যাচেই ৪টি শতক তুলে নেয় স্বাগতিক ব্যাটাররা, বিপরীতে একটিও নেই বাংলাদেশের। আরও পড়ুন: কারা জিতবে কাতার বিশ্বকাপ? যা বললেন আর্জেন্টিনা কোচ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে