স্পোর্টস ডেস্ক : জবাব চাই! জবাব চাই! ক্ষেপেছেন মেসির ভক্তরা! সামাজিক যোগাযোগমাধ্যমে লিওনেল মেসির ভক্তদের গলায় এখন অনেকটাই এমন সুর।
ফরাসি সাময়িকী ফ্রান্স ফুটবলের দেওয়া বর্ষসেরার পুরস্কার ব্যালন ডি’অরের জন্য মনোনীত ৩০ জনের সংক্ষিপ্ত তালিকায় জায়গা হয়নি মেসির। আরও পড়ুন: এশিয়া কাপে বাংলাদেশ দল ঘোষণায় অধিনায়কে চমক!
কিন্তু আছেন ফুটবল মাঠে তাঁর তুমুল প্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদো। কেন আর কোন যুক্তিতে? সামাজিক যোগাযোগমাধ্যমে যখন এসব প্রশ্নের ঝড় বইছে, তখন এই সিদ্ধান্তের ব্যাখ্যা দিল সাময়িকীটি। আরও পড়ুন: লোভনীয় সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন তামিম
পিএসজিতে মেসির সতীর্থ নেইমারেরও জায়গা হয়নি ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত তালিকায়। তবে মেসির বাদ পড়া নিয়েই আলোচনা হচ্ছে বেশি। পিএসজির হয়ে গত মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৪ ম্যাচে ১১ গোল করেন মেসি।
বয়স ৩৫ বছর হয়ে গেলেও মেসির নামের পাশে গোলসংখ্যাটা বেমানান। বোঝাই যাচ্ছে, পিএসজিতে নিজের প্রথম মৌসুমে আশানুরূপ পারফরম্যান্স করতে পারেননি সাতবারের ব্যালন ডি’অরজয়ী।
গত মৌসুমের পারফরম্যান্সের ভিত্তিতেই এই তালিকা প্রস্তুত করা হয়েছে। আর তাতে ২০০৫ সালের পর এই প্রথমবারের মতো ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত তালিকায় জায়গা হয়নি মেসির। আরও পড়ুন: ড্রাগন ফল খেলে কী হয় জানেন? রীতিমতো অবাক হবেন!