স্পোর্টস ডেস্ক: সন্তান সম্ভবা স্ত্রীর পাশে থাকতে ক্রিকেট থেকে কিছুদিনের ছুটি নিয়ে দেশের বাইরে গেছেন বাংলাদেশ জাতীয় দলের ড্যাশিং ব্যাটসম্যান তামিম ইকবাল। তবে তামিম নিজের সঙ্গে নিয়ে যাচ্ছেন নিজের ড্রাইভার এবং বাড়ির কেয়ারটেকারকে।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের বরাতে বিষয়টি জানা যায়। ফেসবুকে নিজের অফিশিয়াল পেজে তামিম দুজনের সঙ্গে এক ছবি প্রকাশ করে লিখেছেন, ‘এরা সুমন ও জাকির। সুমন, যিনি আমাকে পুরো শহরে গাড়িতে ঘুরিয়ে বেড়ান। জাকির বাড়ির দেখাশোনা করেন। সহজ কথাই, সুমন আমার ড্রাইভার এবং জাকির আমার বাড়ির কেয়ারটেকার। তাদের নিত্য উপস্থিতি এবং সহযোগিতা আমার ও আমার পরিবারের জীবনকে সহজ করেছে। আমরা অনেকেই আমাদের চারপাশের এমন কিছু মানুষ, ড্রাইভার, পরিচারিকা, বাবুর্চি এবং কেয়ারটেকারের সহযোগিতায় চলি। আমাদেরও দায়িত্ব তাদেরকে সচ্ছল রাখা একই সঙ্গে তাদের কাজের প্রশংসা করা। ব্যাপারটি উপলব্ধি করতেই, আমি জাকির ও সুমনকে আমার সঙ্গে ব্যাংককে বেড়াতে নিয়ে যাচ্ছি। তারা এখনো বিশ্বাস করতেই পারছে না, তারা দেশের বাইরে ছুটি কাটাতে যাচ্ছে। তারা খুবই উচ্ছ্বাসিত, একই সঙ্গে উচ্ছ্বাসটা ছোঁয়াচেও বটে! আমিও তাই একই রকম উচ্ছ্বাসিত।’
২৩ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ/আরিফুর রাজু/এআর