শনিবার, ২৩ জানুয়ারী, ২০১৬, ০৪:৪৮:০০

এবার সিংহ রুপে ব্যাটিং দানব ক্রিস গেইল

এবার সিংহ রুপে ব্যাটিং দানব ক্রিস গেইল

স্পোর্টস ডেস্ক: অস্ট্রেলিয়া ঘরোয়া লিগ বিগ ব্যাশের আসর থেকে সরে গিয়ে সিংহ রুপে নিজেকে প্রকাশ করলেন ওয়েস্ট উন্ডিজের ব্যাটিং দানব ক্রিস গেইল। নিজের বুকে সিংহের ছবি এঁকে গেইল তা আবার পোস্ট করে দেন তার ইনস্টাগ্রামে। ক্যারিবিয়ান এই দানবের বুকে সিংহের যে ছবি আঁকা রয়েছে, তার মাথায় রয়েছে মুকুট। তা ছাড়াও তার বুকে লেখা ‘ডোন্ট ব্লাশ’।

কিছুদিন আগে বিগ ব্যাশের ম্যাচ চলাকালীন অস্ট্রেলিয়ার এক নারী সাংবাদিককে ডেটিং রুমের প্রস্তাব দিয়ে সমালোচনার মুখে পড়েছিলেন গেইল। এসময় বিগ ব্যাশ লিগে গেইল খেলেছিলেন মেলবোর্ন রেনেগেডসের হয়ে। অবশ্য তার এমন আচারণের জন্য পরে জরিমানাও দিতে হয় গেইলের।

এই নারী সাংবাদিককে ডেটিং যাওয়ার অনুরোধ করে সাবেক ক্রিকেটারদের সমালোচনার পাত্র হতে হয় গেইলকে। সেই ঘটনাকে কেন্দ্র করে গেইল ইনস্টাগ্রামে এই ছবি পোস্ট করে বুঝিছেন দমবার পাত্র নন গেইল।   
২৩ জানুয়ারি,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে