স্পোর্টস ডেস্ক : দাপটের খেলে আসছে টিম অস্ট্রেলিয়া। ভারতের বিপক্ষে শেষ ম্যাচেও দাপট অস্ট্রেলিয়ার। ভারত ও অস্ট্রেলিয়ার শেষ ম্যাচে ভারতীয় ক্রিকেটে অভিষেক হয় জসপ্রত বুমরার। নজরকাড়া দাপট দেখান তিনি।
ভারত নতুন মুস্তাফিজকে আবিস্কার করতে চেয়েছিল। কিন্তু সেটা হয়নি। তবে ঠিকই একজন ভালো বোলারকে পেয়েছে ভারত। জসপ্রত বুমরার অভিষেক হয় অস্ট্রেলিয়া ও ভারতের মধ্যেকার শেষ ওয়ানডে ম্যাচে।
এই ম্যাচে বেশ দাপট দেখান বুমরা। অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরা অন্যদের ক্ষেত্রে ব্যাটিং রাজত্ব দেখাতে পারলেও পারেননি বুমরার ক্ষেত্রে। ভারতীয় অন্য বোলাররা যেখানে রানের চাকা নিয়ন্ত্রণ করতে পারেননি সেখানে বেশ নিয়ন্ত্রিত বল করেন বুমরা।
১০ ওভার বল করে রান দিয়েছেন ৪০ টি। দুটি মূল্যবান উইকেট পেয়েছেন তিনি। অসি অধিনায়ক স্টিভের স্মিথ ও মারকুটে ব্যাটসম্যান ফ্লুকনারকে উইকেটে দাঁড়াতে দেননি তিনি।
ভারতীয় অধিনায়ক ধোনি অসি ব্যাটসম্যানদের ব্যাটিং জয়রথকে নিয়ন্ত্রনের জন্য গুরুত্বপূর্ণ সময়ে ব্যবহার করেছেন বুমরাতে। বুমরা বেশ সফল। খেলার শেষের দিকে অসি ব্যাটসম্যানরা বেশ বিপাকে পড়েছেন বুমরার বল খেলতে।
অস্ট্রেলিয়াকে ৩৩০ রানে বেধে ফেলার জন্য পুরোটা অবদান বুমরার। ভারত ম্যাচ জিতলে আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকবেন অভিষেক হওয়া এই বোলার।
২৩ জানুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর