স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ স্বল্প আসরের ম্যাচ টি২০ দলের সফল দল নেতা মাশরাফি বিন মর্তুজা। তার সফল নেতৃত্বের গুণে গেল বছরের ইতিহাসের সবচেয়ে বেশি ম্যাচ জয় পায় বাংলাদেশ। সর্বশেষ মাশরাফির নেতৃত্বে নতুন বছরের সফরকারী জিম্বাবুয়ের বিপক্ষে চার ম্যাচ টি২০ সিরিজ সমতায় থেকে শেষ করে টাইগার দল।
সফল একটি বছর শেষ করার পর নতুন বছরের শুরুতেই আন্তর্জাতিক ক্রিকেট বোর্ড (আইসিসি) থেকে দারুণ এক সুখবর পেলেন মাশরাফি। আইসিসির সর্বশেষ র্যাঙ্কিংয়ে বোলারদের তালিকায় দুই ধাপ এগিয়েছেন তিনি। অর্থাৎ বর্তমানে ৩৩ নম্বরে অবস্থান করছেন মাশরাফি।
এছাড়া জিম্বাবুয়ে সিরিজে দুটি ম্যাচ খেলেই আইসিসি টি-টোয়েন্টি বোলারদের র্যাঙ্কিংয়ে ৭৮ ধাপ এগিয়েছেন দেশিয় ভয় মুস্তাফিজ।
জিম্বাবুয়ে সিরিজে প্রথম দুই ম্যাচ খেলে নিয়েছেন ৪ উইকেট। ৭৮ ধাপ এগিয়ে বাঁহাতি পেসার এখন আছেন ৩৭ নম্বরে।
২৩ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ/আরিফুর রাজু/এআর