শনিবার, ২৩ জানুয়ারী, ২০১৬, ০৫:১৯:৩৩

ওয়ানডে ক্রিকেটে আসছে, ১ রানে পাঁচ উইকেট শিকারী বোলার ব্রড

ওয়ানডে ক্রিকেটে আসছে, ১ রানে পাঁচ উইকেট শিকারী বোলার ব্রড

স্পোর্টস ডেস্ক: আগামী ৩ ফেব্রুয়ারি থেকে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে আসছে ইংল্যান্ডের পেসার স্টুয়ার্ট ব্রড।

গত ১৬ জানুয়ারি জোহানেসবার্গে টেস্টে দাক্ষিণ আফিকার ব্যাটিং লাইন একাই ধসিয়ে দিয়ে ছিলেন ইংলিশ ব্রড। সেই ম্যাচে তিনি একাই ১৭ রান দিয়ে তুলে নিয়েছিলেন ৬ উইকেট। তবে সর্বোচ্চ মজার ব্যাপার হচ্ছে ইনিংসের প্রথম পাঁচ উইকেটই যায় তার ঝুলিতে। মাত্র ৩৬ বলের মধ্যে ১ রান দিয়ে পাঁচ উইকেট নিয়ে ম্যাচের গতি প্রকৃতি নির্ধারণ করে দেন ব্রড।

জোহানেসবার্গে সেই টেস্ট ম্যাচের সেই কীর্তির কারণে গত ওয়ানডে বিশ্বকাপের পর ইংল্যান্ডের ওয়ানডে ক্রিকেট দলে ডাক পেয়েছেন স্টুয়ার্ট ব্রড। বর্তমানে আইসিসি টেস্ট বোলার মধ্যে দুর্দান্ত ফর্মে রয়েছেন ব্রড। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলমান টেস্ট সিরিজে দুর্দান্ত পারফরমেন্সের কারণে সদ্য র‌্যাংকিং-এর শীর্ষে উঠেছেন ব্রড।
২৩ জানুয়ারি,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে