শনিবার, ২৩ জানুয়ারী, ২০১৬, ০৫:৪০:৩০

বড় ধরণের লজ্জা থেকে মুক্তি পেল ভারতীয় ক্রিকেট দল

বড় ধরণের লজ্জা থেকে মুক্তি পেল ভারতীয় ক্রিকেট দল

স্পোর্টস ডেস্ক: স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের টানা চার ম্যাচে হেরে যাওয়ার পর পঞ্চম ম্যাচে লজ্জা এড়ানো জয় পেয়েছেন ভারতীয় ক্রিকেট দল। মনীশ পাণ্ড ও রোহিত শর্মার দুর্দান্ত ব্যাটিং এই লজ্জা থেকে মুক্তি পায় অধিনায়ক ধোনি।

রোহিত শর্মার ৯৯ ও মনীশ পাণ্ডের সেঞ্চুরিতে সিরিজের শেষ ম্যাচে অস্ট্রেলিয়াকে ৬ উইকেটে হারায় ভারত৷ সেই সঙ্গে হোয়াইট ওয়াশও এড়াল তাঁরা৷ যদিও ৪-১ ব্যবধানে সিরিজ জিতল অস্ট্রেলিয়া৷ জয়ের জন্য ৩৩১ রান তাড়া করতে নেমে দুই বল বাকি থাকতে লক্ষ্যে পৌঁছে যায় টিম ইন্ডিয়া৷
২৩ জানুয়ারি,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে