স্পোর্টস নিউজ: আগামীকাল থেকে রাজধানীতে শুরু হচ্ছে ‘ইউল্যাব ফেয়ার প্লে টি-২০ ক্রিকেট কাপ টুর্ণামেন্ট’। আন্তঃ বেসরকারী বিশ্ববিদ্যালয়ের নবম তম এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে দেশের ১২টি বিশ্ববিদ্যালয়। টি-২০ এই টুণামেন্ট চলবে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত।
এই উপলক্ষে শনিবার ইউনিভার্সিটি অব লিবারেল আর্টসে ‘এ’ ক্যাম্পাস মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে প্রতিযোগিতার উদ্বোধনের ঘোষণা দেওয়া হয়েছে।
ইউল্যাব এই টুর্নামেন্টের আয়োজক হলেও খেলা সম্পর্কিত সামগ্রিক বিষয়গুলো তদারক করবে বাংলদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ম্যাচ অফিসিয়াল থেকে শুরু করে যাবতীয় কারিগরি সহায়তা দেবে বিসিবি। এছাড়া ম্যাচগুলো সরাসরি সম্প্রচার করবে গাজি টেলিভিশন। খেলা হবে ইউল্যাবের নিজস্ব মাঠে ।
এবারের আসরে অংশগ্রহণকারী দলগুলো হলো- নর্থ সাউথ, ব্র্যাক, ইন্ডিপেন্ডেন্ট, ইস্ট ওয়েস্ট, ইস্টার্ন, সাউথ ইস্ট, ইউনাইটেড, স্টেট, গ্রীন, ড্যাফোডিল, ইউরোপিয়ান ও ইউল্যাব ইউনিভার্সিটি।
টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দল ৪০ হাজার টাকা ও আন্তর্জাতিক রেড বুল ক্যাম্পাস ক্রিকেট ফাইনাল টুর্নামেন্টে অংশগ্রহণের সুযোগ পাবে।
ফেয়ার প্লে কাপের বিভিন্ন খেলার স্কোর জানতে ভিজিট করুন এই ওয়েবসাইট http://cricket.ulab.edu.bd ।
২৩ জানুয়ারি,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস