স্পোর্টস ডেস্ক: ওয়েস্ট ইন্ডিজের ইতিহাসে অন্যতম সেরা ব্যাটসম্যান তিনি। টেস্ট ক্রিকেটে ব্যক্তিগত অর্জনের খাতায় আছে ১১ হাজারের বেশি রান। আর মাত্র ৮৭ রান করতে পারলেই ব্রায়ান লারার টেস্ট ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজের হয়ে সবচেয়ে বেশি রানের রেকর্ডটা ভাঙতে পারতে। কিন্তু করেননি শিবনারায়ণ চন্দরপল।
শুক্রবার আনুষ্ঠানিকভাবে সব ধরনের ক্রিকেটকে বিদায় বলে দিয়েছেন ওয়েস্ট ইন্ডিয়ান ব্যাটসম্যান।
ওপেন চেস্ট স্টান্সের দুর্দান্ত স্টাইলিস্ট ব্যাটসম্যানটি আর ক্রিকেট খেলবেন ননি তিনি৷ বাইশ বছর দাপিয়ে খেলার পর বাইশ গজকে বিদায় জানালেন টেস্ট ক্রিকেটের সপ্তম সর্বোচ্চ রানের মালিক শিবনারায়ণ চন্দ্রপল৷
৪১ বছর বয়সি চন্দ্রপল ক্রিকেটের মহাকাশে উজ্জ্বল নক্ষত্র হয়েই থাকবেন৷ টেস্টে ১১ হাজার ৮৬৭ রান করা চন্দ্রপল মাত্র ৮৬ রানের জন্য ওয়েস্ট ইন্ডিজের সবচেয়ে বেশি রান করা ব্যাটসম্যানের তালিকায় নিজের নাম বসাতে পারলেন না৷ সেই জায়গাতে আরেক কিংবদন্তি ব্রায়ান লারাই রইলেন৷ ১৯৯৪-এর মার্চে চন্দ্রপল টেস্ট অভিষেক করেছিলেন ইংল্যান্ডের বিরুদ্ধে৷ সেই ম্যাচে অর্ধ-শতরান করে নিজের জাত চিনিয়ে ছিলেন এই বাঁ-হাতি ব্যাটসম্যান৷ সেই ম্যাচটি ইনিংস ও ৪৪ রানে জিতে যায় ওয়েস্ট ইন্ডিজ৷
গত বছর ইংল্যান্ডের বিপক্ষে শেষ টেস্ট খেলেছিলেন চন্দ্রপল৷ প্রায় দুই শত বাইশ গজ শাসণ করেছেন তিনি৷ ১৬৪ ম্যাচ খেলেছেন তিনি৷ সর্বোচ্চ ২০৩৷ তিনি ২২ টি-২০ ম্যাচও খেলেছেন৷
২৩ জানুয়ারি,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস