শনিবার, ২৩ জানুয়ারী, ২০১৬, ০৭:৫৪:৪৭

যুব টাইগার নাজমুলের চার-ছক্কার ঝলকে উড়ে গেল জিম্বাবুয়ে

যুব টাইগার নাজমুলের চার-ছক্কার ঝলকে উড়ে গেল জিম্বাবুয়ে

স্পোর্টস ডেস্ক: জিম্বাবুয়ে অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে জয় তুলে নিয়েছে স্বাগতিক বাংলাদেশের যুবারা। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে জিম্বাবুয়েকে ৬৩ রানে হারিয়ে নিজেদের প্রস্তুতি বেশ ভালোই সম্পন্ন করেছে মেহেদি হাসান মিরাজের দল। তবে এদিন যুব টাইগারের মারকুটে ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্তের পাত্তা পাননি জিম্বাবুয়ের কোনো বোলার। বাংলাদেশের দলের পক্ষে একমাত্র সেঞ্চুরির দেখা পেয়েছেন শান্ত।

নাজমুল ১০৩ খেয়ে ১০২ রানের দুর্দান্ত এক ইনিংস দলকে উপহার দেন। ৫টি চার ও ১ ছক্কায় শান্ত তার ইনিংসটি সাজান।এ ছাড়াও দলে পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ৪৩ রান করেন ওপেনার পিনাক ঘোষ। মারকুটে পিনাক ৫৫ বলে ৫ বাউন্ডারিতে করেন ৪৩ রান। অধিনায়ক মেহেদি হাসান মিরাজের ব্যাট থেকে আসে ৩৩ রান।

২৮৫ রানের টার্গেটে জিম্বাবুয়ের যুবরা ব্যাট করতে নেমে টাইগার বোলারদের দাপটে ২৩৯ রানে  গুটিয়ে যায়। বল হাতে বাংলাদেশের সেরা বোলার পেসার আব্দুল হালিম। ৮ ওভারে ৪৬ রানে নিয়েছেন ২ উইকেট। ১টি করে উইকেট পেয়েছেন মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদি হাসান মিরাজ, আরিফুল ইসলাম, সাঈদ সরকার ও জয়রাজ শেখ।  
২৩ জানুয়ারি,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে