স্পোর্টস ডেস্ক : চন্দ্রপালের আক্ষেপ একটাই, আর তা হলো মাত্র ৮৭ রান। এটা করতে পারলেই ওয়েস্ট ইন্ডিজের টেস্ট ক্রিকেটের ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ রান করতে পারতেন তিনি।
ব্রায়ান লারাকে টপকে তিনিই হতেন ক্যারিবীয়ান ক্রিকেটের টেস্ট রানের বিচারে ফার্স্ট বয়। কিন্তু শেষ আশা আর পূরণ হলো না তার।
শনিবার গায়নার এই বাঁ-হাতি ব্যাটসম্যান ৪১ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নেয়ার ঘোষণা দেন। গত বছর মে মাসে শেষ টেস্ট খেলা চন্দ্রপলকে নির্বাচক প্রধান ক্লাইভ লয়েড স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, তাকে আর সুযোগ দেয়া হবে না।
ক্যারিবীয়ান ক্রিকেটের বহু যুদ্ধের সেনাপতি চন্দ্রপলের টেস্ট ক্রিকেটে অভিষেক হয় ১৯৯৪ সালে। ১৬৪টি টেস্টে চন্দ্রপলের ৩০টি শতরান, ৬৬টি অর্ধ শতরান আছে। তার মোট রান ১১,৮৬৭, ব্যাটিং গড় ৫১.৩৭। টেস্টে লারার মোট রান ১১৯৫৩।
২৩ জানুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম