শনিবার, ২৩ জানুয়ারী, ২০১৬, ০৮:২৩:১৫

ওয়ানডে ক্রিকেট রোহিত শর্মার নতুন মাইলফলক স্পর্শ

ওয়ানডে ক্রিকেট রোহিত শর্মার নতুন মাইলফলক স্পর্শ

স্পোর্টস ডেস্ক: শনিবার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত পঞ্চম ওয়ানডেতে অস্ট্রেলিয়ার দেয়া ৩৩১ রানের জয়ের টার্গেটে ব্যাট করতে নেমে দুই বল বাকি থাকতে ৬ উইকেট হাতে রেখে জয় তুলে নেয় ভারত। মূলত রোহিত শর্মার ও মনীশ পাণ্ডের দুর্দান্ত ব্যাটিংয়ে উপর ভর করে এই জয় তুলে নেন ভারত। তবে এদিন রোহিতকে সেঞ্চুরি করা থেকে বঞ্চিত করে দেন অস্ট্রেলিয়ান পেসার জন হ্যাস্টিংস।

সিডনি ক্রিকেট গ্রাউন্ডে সেঞ্চুরি না পেলেও এই নতুন মাইলফলক স্পর্শ করেছেন রোহিত শর্মা।এদিন অস্ট্রেলিয়ার বিপক্ষে ৯৯ রানের ইনিংস খেলে ওয়ানডে ক্যারিয়ারে পাঁচ হাজারি ক্লাবে প্রবেশ করেন ভারতীয় এই ক্রিকেটার। এই ম্যাচ খেলা আগে ১৪৭ ওয়ানডে খেলা রোহিতের রানসংখ্যা ছিল ৪৯০৯। বর্তমানে ১৪৮ ওয়ানডেতে রোহিতের ৫০০৮ রান।

সিরিজের শেষ ওয়ানডে ম্যাচের ৩৪ ওভারে করা মিচেল মার্শের চতুর্থ বল ডিপ ব্যাকওয়ার্ড পয়েন্টে পাঠিয়ে দুই রান নিয়ে পাঁচ হাজারি ক্লাবে নিজের নাম লেখান রোহিত। ভারতের ১২ তম ব্যাটসম্যান হিসেবে এই ল্যান্ডমার্ক ছুঁয়েছেন তিনি।
২৩ জানুয়ারি,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে