স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও স্পন্সর কোম্পানি রবি আজিয়াটা লিমিটেডের আয়োজনে সারাদেশে চলমান রবি ফাস্ট বোলার হান্ট ক্যাম্পেইন শনিবার ময়নসিংহে অনুষ্ঠিত হয়েছে। রবি সুপার ফাস্ট ইন্টারনেটের সৌজন্যে আয়োজিত এই ক্যাম্পেইনটিতে অংশ নিতে আগ্রহী তরুণ-তরুণীরা ভিড় জমায় শহরের সার্কিট হাইজ মাঠে। সেই বিসিবি খোঁজে পেয়েছে ১৩০ কিলোমিটার গতিশীল এক বোলার।
ময়মনসিংহে ৮৮২ জন ফাস্ট বোলার নিবন্ধন করেন। যাচাই-বাছাই শেষে ৫২৬ জনকে যোগ্য প্রতিযোগী হিসাবে নির্বাচন করা হয়। ময়মনসিংহ থেকে প্রাথমিকভাবে মোট ৪ জন ছেলে ও ৪ জন মেয়ে প্রতিযোগীকে বাছাই করা হয়েছে। তাদের মাঝে একজন প্রতিযোগী নির্বাচকদের দৃষ্টি আকর্ষণ করেন।
তিনি ইন-সুইং ও আউট-সুইং উভয় ক্ষেত্রেই দক্ষতার পরিচয় দিয়েছেন। তার বলের গতি ছিল প্রতি ঘণ্টায় ১৩০ কিলোমিটার (যা আজকের দিনের সর্বোচ্চ)। বোলিংয়ে তার অসাধারণ নৈপূণ্য দেখে সেখানেই একটি প্রথম সারির ক্রিকেট টিম তাকে তাদের দলে খেলার আহ্বান জানায়।
এর আগে ফাস্ট বোলার হান্ট ক্যাম্পেইনে সর্বোচ্চ গতি রেকর্ড করা হয়েছে কুমিল্লায়- প্রতি ঘণ্টায় ১৩২ কিলোমিটার। তাঁকে রাখা হয়েছে প্রাথমিকভাবে নির্বাচনের তালিকায়।
এদের কে ঢাকায় হাই পারফরম্যান্স ক্যাম্পে নিয়ে আসা হবে। শারীরিক সক্ষমতা ও দক্ষতার (ওজন, উচ্চতা, ফ্লেক্সিবিলিটি টেস্ট, নী টু ওয়াল) উপর ভিত্তি করে প্রতিযোগিতার বাছাই প্রক্রিয়া অনুষ্ঠিত হবে।
২৩ জানুয়ারি,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস