শনিবার, ২৩ জানুয়ারী, ২০১৬, ০৯:৫০:০৪

কাল থেকে মাশরাফি বাহিনীর নতুন মিশন

কাল থেকে মাশরাফি বাহিনীর নতুন মিশন

স্পোর্টস ডেস্ক: আসন্ন এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি গ্রহণের জন্য চলতি মাসের ৩১ তারিখ পর্যন্ত অনুশীলন করবে মাশরাফি বিন মর্তুজার দল। কিন্তু অনুধ্ব-১৯ বিশ্বকাপের জন্য মিরপুর শেরে-ই বাংলা ক্রিকেট স্টেডিয়াম পাচ্ছেন না মাশরাফি বাহিনী।

তাই আগামীকাল থেকে খুলনা শেখ আবু নাসের ক্রিকেট স্টেডিয়ামে এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য অনুশীলন শুরু করবে টাইগাররা।

তবে রোববার থেকে শিডিউল অনুযায়ী খুলনার এই মাঠেই সপ্তাহব্যাপী অনুশীলন শুরুর সম্ভাবনা রয়েছে। আর সেটা গিয়ে ঠেকবে জানুয়ারির শেষদিন পর্যন্ত।
২৩ জানুয়ারি,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে