শনিবার, ২৩ জানুয়ারী, ২০১৬, ১০:৫৫:২৮

৯ গোলের রোমাঞ্চে লিভারপুলের রুদ্ধশ্বাস জয়

৯ গোলের রোমাঞ্চে লিভারপুলের রুদ্ধশ্বাস জয়

স্পোর্টস ডেস্ক: ইংলিশ প্রিমিয়ার লিগে নয় গোলের এক রোমাঞ্চকর লড়াইয়ে শেষ পর্যন্ত জয় পেয়েছে লিভারপুল।নাটকীয় এই ম্যাচের যোগ করা সময়ে গোল। শনিবার নরিচ সিটির ঘরের মাঠ লিভারপুলের জয়ে ৫-৪ গোলের শ্বাসরুদ্ধকর তুলে নেন।

খেলার ১৮ মিনিটেই রবার্তো ফিরমিনোর গোলে এগিয়ে যায় লিভারপুল। এরপর টানা তিন গোল আজম করতে হয় লিভারপুলকে।২৯ মিনিটে নরিচের পক্ষে ডিউমারচি এমবোকানি সমতাসুচক গোল করেন। ৪১তম মিনিটে স্টিভেন নাইস্মিথের দুর্দান্ত গোলে এগিয়ে যায় নরচি।

এরপর ম্যাচের ৫৪ মিনিটে নাইস্মিথকে ডি বক্সে ফাউল করলে পেনাল্টি পায় নরিচ। আর তা থেকে সহজের গোল করেন ওয়েস হুলাহান। তৃতীয় গোল খেয়েই যেন জেগে ওঠে লিভারপুল। পরের মিনিটেই জর্ডান হেন্ডারসনের দারুণ এক গোলে ম্যাচে ফেরে তারা।  

আট মিনিট পর রবার্টো ফিরমিনির গোলে সমতায় ফেরে লিভারপুল। ৭৫ মিনিটে লিভারপুলকে এগিয়ে নেন সাবেক সিটি তারকা জেমস মিলনার। পিছিয়ে পড়ে গোল শোধে মরিয়া হয়ে উঠে নরিচ।কিন্তু নাটকীয়তা শুরু হয় ম্যাচের যোগ করা সময়ে। ইনজুরি টাইমের তৃতীয় মিনিটে সেবাস্তিয়ান বাসং দারুণ এক গোল করে স্বাগতিকদের উল্লাসে ভাসান।
২৩ জানুয়ারি,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে