শনিবার, ২৩ জানুয়ারী, ২০১৬, ১১:১৫:৪৪

উইজডেন ইন্ডিয়ার চোখে টাইগার মাশরাফি সেরা

উইজডেন ইন্ডিয়ার চোখে টাইগার মাশরাফি সেরা

স্পোর্টস ডেস্ক: এবার ভারতীয় সাহিত্য উৎসবে জায়গা পেলেন বাংলাদেশ ক্রিকেট দলের ওয়ানডে ও টি-টোয়েন্টি অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। উইজডেন ইন্ডিয়ার ২০১৬ সালের সংস্করণে বর্ষসেরা ক্রিকেটারদের তালিকায় একমাত্র বাংলাদেশি হিসেবে মাশরাফিকে স্থান দেন তারা। গতকাল এই সংস্করণটি প্রকাশিত হয়েছে।  

মাশরাফি ছাড়াও বর্ষসেরা আরও ৫ ক্রিকেটার হলেন, রবীচন্দ্রন অশ্বিন (ভারত), বিনয় কুমার (ভারত), ধাম্মিকা প্রসাদ (শ্রীলঙ্কা), ইউনিস খান (পাকিস্তান) ও জো রুট (ইংল্যান্ড)। ২০১৪-১৫ সালে জাতীয় দলের হয়ে অবদানের ভিত্তিতে তারা উইজডেন ইন্ডিয়ার বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হন।

এই সংস্করণের মোড়ক উন্মোচন করেন সাবেক ভারতীয় স্পিনার অনিল কুম্বলে ও ফুটবলার বাইচুং ভুটিয়া। প্রকাশনাটি সম্পাদনা করেছেন সুরেশ মেনন। এই সংস্করণের প্রচ্ছদে জায়গা করে নিয়েছেন ভারতীয় ওয়ানডে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।

২৩ জানুয়ারি,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে