স্পোর্টস ডেস্ক : ইনজুরি কাটিয়ে দলে ফিরেই গোল করলেন লিওনেল মেসি। ২-১ গোলে বার্সা হারিয়েছে স্বাগতিক মালাগাকে। চোট থেকে ফেরা মেসি জ্বলে উঠেন দ্বিতীয়ার্ধে। গোল করে দলকে জেতান তিনি।
শনিবার রাতে তার করা গোলেই স্প্যানিশ লা লিগায় জয় পেয়েছে বার্সালোনা। এই জয়ে অ্যাটলেটিকোকে পেছনে ফেলে পয়েন্ট তালিকায় শীর্ষে উঠে গেল লুইস এনরিক শিবির। ২০ ম্যাচে ৪৮ পয়েন্ট বার্সার। সমান ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে অ্যাটলেটিকো। আর ৪৩ পয়েন্ট নিয়ে রিয়াল মাদ্রিদের অবস্থান তৃতীয়।
মালাগার মাঠে ম্যাচের দ্বিতীয় মিনিটেই এগিয়ে যায় বার্সালোনা। লুইস সুয়ারেজ ডান দিক থেকে দারুণ ক্রস বাড়ান ফাঁকায় দাঁড়িয়ে থাকা মুনির এল হাদ্দাদিকের দিকে। খুব সহজেই বল জালে জড়ান চোটে পড়া নেইমারের বদলে খেলতে নামা এই তরুণ ফরোয়ার্ড।
১৪ মিনিটে গোল পেতে পারত মালাগা। তবে ক্যাস্ত্রোর দূরপাল্লার শটে কোনোমতে হাত লাগান ব্রাভো। বল দিক পাল্টে পোস্টে লাগলে বেঁচে যায় বার্সালোনা। তবে ৩২ মিনিটে গোল পেয়েই যায় মালাগা। ভুল পাস দিয়েছিলেন হাভিয়ের মাসচেরানো। বল পেয়ে চার্লেস পাঠান ডি-বক্সে থাকা হুয়ানপির কাছে। ১৫ গজ দূর থেকে নেওয়া এই মিডফিল্ডারের শট মাসচেরানোর গায়ে লেগে দিক পাল্টে জালে ঢোকে। ম্যাচে সমতা আসে ১-১ ব্যবধানে।
৫১ মিনিটে বাঁ দিক থেকে আদ্রিয়ানোর ক্রসে লাফিয়ে উঠে দর্শনীয় ভলিতে দূরের পোস্টে গোল করে ২-১ গোলে বার্সালোনাকে আবার এগিয়ে দেন তিনি। ৬২ মিনিটে মেসির দারুণভাবে বাড়ানো বলে ডি-বক্সের ভেতর সুয়ারেজ পা লাগাতে পারলে ব্যবধান আরও বাড়তো।
২২ জানুয়ারি,২০১৬/এমটিনিউজ/এসএস/এসবি