রবিবার, ২৪ জানুয়ারী, ২০১৬, ০১:২৯:৪৫

মহিলাকে প্রস্তাবের পর গেইলের নতুন কীর্তি

মহিলাকে প্রস্তাবের পর গেইলের নতুন কীর্তি

স্পোর্টস ডেস্ক : ক্রিস গেইলের নতুন কীর্তি। এবার নিজের বুকে সিংহের ছবি এঁকে তা তিনি পোস্ট করলেন ইনস্টাগ্রামে। গেইলের বুকে সিংহের যে ছবি আঁকা রয়েছে, তার মাথায় আবার রয়েছে মুকুট। আর বুকে লেখা ‘ডোন্ট ব্লাশ’।

কোনও নির্দিষ্ট ঘটনাকে কি উল্লেখ করলেন গেইল? প্রসঙ্গত, বিগ ব্যাশের ম্যাচ চলাকালীন এক মহিলা উপস্থাপককে ‘অপমানজনক’ মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছিলেন মেলবোর্ন রেনেগেডসের ব্যাটসম্যান ক্রিস গেইল। তার জন্য গেইলকে জরিমানা পর্যন্ত গুনতে হয়।

মহিলা সঞ্চালককে ডেটিংয়ে যাওয়ার অনুরোধ করে সাবেক ক্রিকেটারদের সমালোচনার পাত্র হতে হয় গেইলকে। তাতেও দমবার পাত্র নন তিনি। সাবেকদের একহাত নিয়েছেন। তাদের কটূ মন্তব্য করতেও ছাড়েননি তিনি।
২২ জানুয়ারি,২০১৬/এমটিনিউজ/এসএস/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে