রবিবার, ২৪ জানুয়ারী, ২০১৬, ০১:৪৪:৪২

একটি মাত্র ব্যর্থতা ডুবালো অস্ট্রেলিয়াকে

একটি মাত্র ব্যর্থতা ডুবালো অস্ট্রেলিয়াকে

স্পোর্টস ডেস্ক : তৃতীয় ম্যাচ জিতেই গ্লেন ম্যাক্সওয়েল হুমকি দিয়েছিলেন, ভারতকে হোয়াইটওয়াশ করাই তাদের লক্ষ্য। একসময় মনে হচ্ছিল, অসিরা তাতে সফলও হবে। কিন্তু শেষ ম্যাচে তা হতে দিলেন না রোহিত শর্মা–মণীশ পান্ডেরা। এবং ম্যাচ হেরে অধিনায়ক স্টিভ স্মিথ দুষলেন তাদের ফিল্ডিং–ব্যর্থতাকেই।

অসি অধিনায়ক বলেন, শেষ দু’ওভারে আমরা অনেক কম রান তুলেছি। তার ওপর ফিল্ডিংয়ে ক্যাচ ফেলেছি। এভাবে ম্যাচ জেতা যায় না।

এদিন ৯৩ রানের রোহিতের ক্যাচ ফেলে দেন মিচেল মার্শ। পরে ধোনিরও ক্যাচ পড়ে। এছাড়াও গোটা ম্যাচে বেশ কিছু ফিল্ডিং মিস করেছে অস্ট্রেলিয়া। এতেই ক্ষিপ্ত স্মিথ বলেন, ফিল্ডিংই আজ সব থেকে বেগ দিয়েছে। যখন আপনি জানেন যে, যার ক্যাচ ফেলছেন সে–ই আপনাকে ঘুরে আক্রমণ করতে পারে, সেক্ষেত্রে এটা আরও বেশি ব্যথা দেয়।

গোটা সিরিজে মোট ৩,১৫১ রান। এর আগে পাঁচ ম্যাচের কোনও সিরিজে এত রান ওঠেনি। আরও অবাক করা ব্যাপার, এবার ভারতীয় ব্যাটসম্যানরাও নিয়মিত রান পেয়েছেন। স্মিথের মতে, এর জন্য দায়ী অস্ট্রেলিয়ার পিচ, যা ব্যাটসম্যানদের সাহায্য করেছে।

স্মিথ বলেন, আমি এখনই শুনলাম পাঁচ ম্যাচে ৩,০০০–এর ওপর রান উঠেছে। এটা আমাদের পিচের জন্যই। আগে ওয়াকা বা গাব্বাতে পেস আর বাউন্স পাওয়া যেত। কিন্তু এবার দেখলাম, শুরুর দিকে এই পিচ বেশ স্লো।

তবে এদিন দুই অধিনায়কই স্পাইডার ক্যামে বল লাগা নিয়ে মজা করেছেন। এদিন বাউন্ডারি লক্ষ্য করে মণীশ পান্ডের মারা একটি শট মাঠের স্পাইডার–ক্যামেরায় লাগে। আম্পায়ার সেটি ডেড বল দেন। সেই বিষয়ে ধোনিকে প্রশ্ন করা হলে, ভারত অধিনায়কের জবাব, ‘আমার মনে হয় স্পাইডার–ক্যামেরায় মারার জন্য ২০০০ ডলার পুরস্কার রাখা উচিত। ব্যাপারটা তাহলে বেশ আকর্ষণীয় হবে।’ স্মিথের এ প্রসঙ্গে জবাব, ‘আজ আমাদের সেরা ফিল্ডার ছিল স্পাই–ক্যাম। নিশ্চিতভাবে চারটে রান বাঁচিয়ে দিয়েছে।’
২২ জানুয়ারি,২০১৬/এমটিনিউজ/এসএস/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে