বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০২২, ০৩:১১:৪৫

ভারতীয় ক্রিকেট দলে বড় ঘটনা! যারা বাদ পড়ছেন!

ভারতীয় ক্রিকেট দলে বড় ঘটনা! যারা বাদ পড়ছেন!

স্পোর্টস ডেস্ক: টি-২০ বিশ্বকাপে ব্যর্থতার পর এবার নিউ জিল্যান্ডের বিরুদ্ধে অভিযানে নামছে ভারত। এই পরিস্থিতিতে ভারতীয় ক্রিকেট দলে বড় ঘটনা ঘটতে যাচ্ছে! একাধিক সিনিয়র প্লেয়ারকে বসিয়ে নতুনদের সুযোগ দিতে চলেছে বোর্ড।

টি-২০ বিশ্বকাপে ব্যর্থতার পর এবার নিউ জিল্যান্ডের বিরুদ্ধে অভিযানে নামছে ভারত। বিশ্বকাপের ব্যর্থতা কাটিয়ে এবার ঘুরে দাঁড়ানোই লক্ষ্য ভারতের কাছে। দলের একাধিক সিনিয়র প্লেয়ারকে বিশ্রামে পাঠিয়ে জুনিয়রদের ভরসায় নামছে দল। 

পাশাপাশি ২০২৪ সালের বিশ্বকাপের জন্য এখন থেকেই প্লেয়ারদের তৈরি করতে চাইছে। কারণ আগামী টি-২০ বিশ্বকাপে থাকবেন না বর্তমানে দলে থাকা অনেক প্লেয়ারই। অধিকাংশের বয়স ৩০-এর বেশি ফলে তাদের নিয়ে আর ২০২৪ সালের বিশ্বকাপে ভাবছে না বোর্ড। 

এই পরিস্থিতিতে নতুন প্লেয়ারদের দেখে নিতে চাইছে। কিউয়িদের বিরুদ্ধে সিরিজ থেকেই সেই কাজ শুরু করতে চান ভিভিএস লক্ষ্মণ ও হার্দিক পান্ডিয়া। চলতি সিরিজের আগে বিশ্রামে পাঠানো হয়েছে দলের প্রথম সারির প্লেয়ার যেমন রবিচন্দ্রন অশ্বিন, ভুবনেশ্বর কুমার, রোহিত শর্মা, বিরাট কোহলি, মহম্মদ সামি।

এই পাঁচজনের বদলে বিকল্প একঝাঁক তরুণ প্লেয়ারদের দলে নেওয়া হয়েছে। দ্বিপাক্ষিক সিরিজে যারা নিজেদের প্রমাণ করেছেন কিন্তু জাতীয় দলের জায়গা পাকা করতে পারেননি। এবার তাদের সামনে অ্যাসিড টেস্ট। 

বিদেশের মাটিতে নিজেদের প্রমাণ করতে পারলে ঘরের মাঠে তাঁরা সুবিধা পাবেন। বিশ্বকাপের পর বিশ্রাম পাওয়া প্লেয়ারদের বদলে এবার সুযোগ পেয়েছেন ওয়াশিংটন সুন্দর, উমরান মালিক, মহম্মদ সিরাজ, ঈশান কিষান ও শুভমন গিল।

কেরিয়ারের শেষের দিকে এসেছে রবিচন্দ্রন অশ্বিন। তাঁর বয়সের জন্য টি-২০ ক্রিকেটে তাঁর কেরিয়ার শেষ বলে ধরে নেওয়া হয়েছে। তাঁর জায়গায় ওয়াশিংটন সুন্দরকে সুযোগ দেওয়া হচ্ছে।

এবার ভুবনেশ্বর কুমার বিশ্বকাপে দলের অন্যতম অস্ত্র ছিলেন। কিন্তু ব্য়াটিং পিচে তিনি ছাপ ফেলতে পারেননি। তাঁর জায়গায় ভাবা হচ্ছে উমরান মালিককে। তাঁর পেসকে অস্ত্র করতে চাইছে দল।

বিশ্বকাপে ভারতের দুর্বল জায়গা ছিল ওপেনিং। কেএল রাহুল ও রোহিত শর্মার দুর্বল পারফরমেন্সের জন্য দল ধুঁকেছে। এবার রোহিতের বদলে শুভমন গিলকে ভাবা হচ্ছে। যদিও গিল ওডিআই দলে ছাপ ফেললেও টি-২০ দলে সেভাবে প্রভাব ফেলতে পারেননি। অন্যদিকে কেএল রাহুলের বদলে দলে ভাবা হচ্ছে সঞ্জু স্যামসনকে। তবে রাহুলকে ছাঁটা হবে কি না সেটা বড় প্রশ্ন।

বিরাট কোহলি ছন্দে ছিলেন বিশ্বকাপে। কিন্তু তাঁর বয়স ও ওয়ার্কলোডটা সবথেকে বড় বাধা। ফলে তাঁকে বিশ্রাম দিয়ে তাঁকে বড় সিরিজের জন্য ভাবছে দল। এক্ষেত্রে ঈশান কিষানকে সুযোগ দিতে পারে।

বয়সের ভারে কোপ পড়তে চলেছে সামির উপর। ২০২১ সালের বিশ্বকাপের পর ২০২২ সালের বিশ্বকাপে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেট খেলেছেন তিনি। ফলে তাঁর বদলে এবার সুযোগ পেতে পারেন মহম্মদ সিরাজ। তিনি টেস্ট জার্সিতে নিজেকে প্রমাণ করেছেন এবার টি-২০ তে নিজেকে প্রমাণ করতে চান।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে