শুক্রবার, ১৮ নভেম্বর, ২০২২, ০৫:০২:২৯

মেসিকে নিয়ে রীতিমতো বোমা ফাটালেন রোনালদো!

 মেসিকে নিয়ে রীতিমতো বোমা ফাটালেন রোনালদো!

স্পোর্টস ডেস্ক : টকটিভিতে দেওয়া সাক্ষাৎকারে রীতিমতো বোমা ফাটিয়েছেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। নিজের বর্তমান ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড ও দলটির কোচ এরিক টেন হাগের বিরুদ্ধে অনেক গুরুতর অভিযোগ এনেছেন তিনি। এক হাতে নিয়েছেন এক সময়ের সতীর্থ ওয়েন রুনিকেও। এই সাক্ষাৎকারে সিআরসেভেন কথা বলেছেন তাঁর চিরপ্রতিদ্বন্দী লিওনেল মেসিকে নিয়েও।

মেসিকে সম্পর্কে অবশ্য বিস্ফোরক কিছু বলেননি রোনালদো, বরং আর্জেন্টাইন তারকাকে ভাসিয়েছেন প্রশংসায়। উপস্থাপক পিয়ার্স মরগ্যানকে রোনালদো বলেন, ‘সে (মেসি) দুর্দান্ত খেলোয়াড়, জাদুকরী, সেরা। ব্যক্তিগতভাবে আমরা ১৬ বছর ধরে এই মঞ্চে আছি। ভাবতে পারেন, ১৬ বছর! তার সঙ্গে আমার দারুণ সম্পর্ক রয়েছে। সে আমার সতীর্থের মতো। ফুটবলের জন্য সে সবকিছু করতে পারে। ’

পর্তুগিজ তারকা আরো বলেন, ‘সে (মেসি) সবসময় আমার ব্যাপারে যেভাবে কথা বলে, আমি সত্যিই তাকে সম্মান করি। তার স্ত্রী (আন্তলেন্না রোকুজ্জো), আমার প্রেমিকা (জর্জিনা রদ্রিগেস), তাদের মধ্যেও শ্রদ্ধার সম্পর্ক। তারা দুজনই আর্জেন্টাইন। ’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে