শনিবার, ১৯ নভেম্বর, ২০২২, ১১:৩৯:১৮

চড়া মূল্যেই লড়াই হবে মুশফিক, মাহমুদউল্লাহ ও লিটনকে নিয়ে!

চড়া মূল্যেই লড়াই হবে মুশফিক, মাহমুদউল্লাহ ও লিটনকে নিয়ে!

স্পোর্টস ডেস্ক: আগামীকাল থেকে শুরু হতে যাচ্ছে বিশ্বকাপ ফুটবলের ২২তম আসর। তবে এর মধ্যেও থেমে থাকছে না বাংলাদেশ প্রিমিয়ার লিগের নবম আসরকে ঘিরে তোড়জোড়। ইতোমধ্যে প্লেয়ার্স ড্রাফটের দিনক্ষণ নির্ধারিত হয়েছে ২৩ নভেম্বরে। বিপিএলে অংশগ্রহণকারী চূড়ান্ত সাত দলের আইকন ক্রিকেটার কারা থাকবেন সেটাও নিশ্চিত হয়ে জানা গেল। সবশেষ রূপা গ্রুপ ঢাকার আইকন ক্রিকেটার হিসেবে নাম লেখালেন তাসকিন আহমেদ।

বিপিএলের আগামী আসরে ঢাকার হয়ে খেলবেন টাইগার তারকা এই পেসার। এর আগে বিপিএলের গভর্নিং কাউন্সিলের কাছে চিঠি দিয়ে ফ্র্যাঞ্চাইজি মালিকানায় থাকা প্রগতি গ্রুপ সরে গিয়েছিল। এরপরই নতুন ফ্র্যাঞ্চাইজি হিসেবে বিসিবি যোগ করে রূপা গ্রুপকে। এদিকে ফরচুন বরিশালের আইকন হিসেবে নাম লিখিয়েছেন সাকিব আল হাসান। তামিম ইকবালের ঠিকানা খুলনা টাইগার্সে।

চট্টগ্রাম চ্যালেন্জান্স যুক্ত করেছে আফিফ হোসেন ধ্রুবকে। রংপুর রাইডার্স দলে ভিড়িয়েছে নুরুল হাসান সোহানকে। গেল বারের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স নিয়েছে মোস্তাফিজুর রহমানকে। এছাড়া সিলেট স্ট্রাইকার্স নিযুক্ত করেছে মাশরাফি বিন মর্তুজাকে। তবে এখনো দল পাননি মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ কিংবা লিটন দাসের মতো তারকা ক্রিকেটাররা। ধারণা করা হচ্ছে নিলামে বেশ চড়া মূল্যেই তাদের নিয়ে লড়াই হবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে