স্পোর্টস ডেস্ক: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে প্রথম এক দিনের ম্যাচে দ্বিশতরান করেছিলেন। তৃতীয় এক দিনের ম্যাচে শতরান করলেন শুভমন গিল। ৯ দিনের মধ্যেই বিরাট কোহলির রেকর্ড ভেঙে দিয়ে বাবর আজমের বিশ্বরেকর্ডে ভাগ বসালেন শুভমল।
তিন ম্যাচের দ্বিপাক্ষিক এক দিনের সিরিজ়ে এত দিন সবচেয়ে বেশি রান করার নজির ছিল বাবরের। তাকে টপকে ফেললেন শুভমন। আর এক রান করলেই সেই রেকর্ড ভেঙে দিতে পারতেন তিনি। ২০১৬ সালে ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে তিন ম্যাচের এক দিনের সিরিজ় খেলেছিল পাকিস্তান। সেই সিরিজ়ে তিন ম্যাচেই শতরান করেছিলেন বাবর।
১২০, ১২৩ এবং ১১৭ রান করেছিলেন। তিন ম্যাচে তার মোট রান ছিল ৩৬০। সেই একই পরিমাণ রান করলেন শুভমনও। নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে প্রথম এক দিনের ম্যাচে ২০৮ রানের ইনিংস খেলেন। দ্বিতীয় ম্যাচে অপরাজিত থাকেন ৪০ রানে। তৃতীয় ম্যাচে করলেন ১১২। অর্থাৎ, তারও ৩৬০ রান হল।
ভারতীয়দের মধ্যে অবশ্য শুভমনই সর্বোচ্চ। এত দিন এই নজির ছিল বিরাট কোহলির। শ্রীলঙ্কার বিরুদ্ধে বছরের শুরুতে যে সিরিজ় হয়েছিল সেখানেই এই নজির গড়েছিলেন তিনি। তিনটি ম্যাচে কোহলির রান ছিল ১১৩, ৪, ১৬৬। মোট রান ২৮৩। কিন্তু সেই নজির ৯ দিনও টিকল না। ভেঙে দিলেন শুভমন।
অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে ইনিংস শুরু করতে নেমে মঙ্গলবার বেশি আগ্রাসী দেখিয়েছে শুভমনকেই। তার শতরান এল ৭২ বলে। ভারতীয় ইনিংসের ২৬তম ওভারের শেষ বলে ব্লেয়ার টিকনারকে চার মেরে শতরান পূর্ণ করলেন তিনি। ১৩টি চারের পাশাপাশি পাঁচটি ছয়ের সাহায্যে নিজের ইনিংসটি সাজিয়েছেন শুভমন।
এক দিনের ক্রিকেটে চতুর্থ শতরান হয়ে গেল ২৩ বছরের ব্যাটারের। আন্তর্জাতিক এক দিনের ম্যাচে পাঁচটি অর্ধশতরানও রয়েছে তার ঝুলিতে। শতরান পূর্ণ করার পর রোহিত সাজঘরে ফিরে যাওয়ার পর অতিরিক্ত আগ্রাসী হতে গিয়ে আউট হলেন শুভমনও। শেষ পর্যন্ত ৭৮ বলে ১১২ রান করলেন তিনি।