স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের ব্যাটিং মেরুদন্ড তামিম ইকবাল। কয়েকদিন আগে অনুশীলন বর্জন করেছিলেন তিনি। পরে তাকে নিয়ে শুরু হয় গুঞ্জন।
এশিয়াকাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপের বিষয়েই এই গুঞ্জন। তামিম ইকবাল ছুটি চান বিসিবিতে। কিন্তু তামিমকে হারালে কিভাবে সামাল দিবে বাংলাদেশ। চলে আসে এই প্রসঙ্গ।
২ মার্চ বাবা হওয়ার কথা তামিমের। এই নিয়েই সৃষ্টি হয় জটিলতা। তবে এই জটিলতা কেটে গেল এবার। বিসিবির নির্বাচক মিনহাজুল আবেদিন, যে কোনো মুল্যে দলের সাথে থাকবেন তামিম ইকবাল।
এশিয়াকাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবেন তামিম ইকবাল। তিনি জানান, শিগগিরই বিশ্বকাপের জন্য দল ঘোষণা করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
এশিয়াকাপ ও বিশ্বকাপে তামিমকে খেলাতে চান বিসবির সকল কর্মকর্তারা বলেও একটি চ্যানেলে দেয়া এক সাক্ষাৎকারে জানান মিনহাজুল আবেদিন।
২৬ জানুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর