বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪, ১১:৪৭:০৫

টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল ঘোষণা করল বাংলাদেশ

টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল ঘোষণা করল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : আগামী মাসে ১৬ দল নিয়ে মালয়েশিয়ায় অনুষ্ঠিত হবে অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। আসরকে সামনে রেখে সপ্তাহ তিনেক আগে দল ঘোষণা করলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সুমাইয়া আক্তারের নেতৃত্বে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি।

আগামী ১৮ জানুয়ারি মালয়েশিয়ার মাটিতে অনুষ্ঠিত হবে নারীদের অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ। আসরকে ঘিরে ইতোমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছে লাল সবুজরা।
দিন কয়েক আগেই আয়োজক দেশে সুমাইয়ার দল খেলেছে এশিয়া কাপ। দুর্দান্ত পারফরম্যান্সে যেখানে তারা ফাইনালও নিশ্চিত করেছিল। তবে শিরোপার লড়াইয়ে ভারতের কাছে হারতে হয়েছিল ৪১ রানে।

ওই ম্যাচের হিসেব বাদ দিলে তাদের পারম্যান্সই ছিল নজরকাড়া। দুই পরিবর্তন নিয়ে সে একই দল নিয়েই এবার তারা মাতাবে বিশ্বকাপ। আর্ভিন তানি ও মেহেরুন নেসার বদলে দলে সুযোগ পেয়েছেন সাদিয়া ইসলাম ও লাকি খাতুন।

প্রতিযোগিতায় বাংলাদেশের প্রথম ম্যাচ ১৮ জানুয়ারি নেপালের বিপক্ষে। ‘ডি’ গ্রুপে লাল সবুজদের বাকি দুই প্রতিপক্ষ অস্ট্রেলিয়া ও স্কটল্যান্ড।

গ্রুপ পর্বে সেরা তিনে থাকতে পারলে নিশ্চিত হবে সুপার সিক্স। ১২টি দল গ্রুপ-১ ও গ্রুপ-২ এ ভাগ হয়ে লড়বে সুপার সিক্সে। যেখান প্রতি গ্রুপের সেরা দুটি করে চারটি দল জায়গা করবে সেমিফাইনালে। ২ ফেব্রুয়ারি ফাইনালের মধ্যে দিয়ে পর্দা নামবে এ আসরের।

বাংলাদেশ স্কোয়াড: সুমাইয়া আক্তার (অধিনায়ক), আফিয়া আসিমা ইরা, ফাহমিদা ছোঁয়া, ফারিয়া আক্তার, হাবিবা ইসলাম, জান্নাতুল মাওয়া, জুয়াইরিয়া ফেরদৌস, লাকি খাতুন, আনিসা আক্তার, ইভা, ফারজানা ইয়াসমিন, সুমাইয়া সুবর্ণা, নিশিতা আক্তার, সাদিয়া আক্তার ও সাদিয়া ইসলাম।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে