স্পোর্টস ডেস্ক : ইংল্যান্ডের বিপক্ষে শেষ ম্যাচে দুর্দান্ত জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকার বিশাল জয়ের পর টপ নিউজে পরিণত হয়েছেন দেশটির দুই ক্রিকেটার।
একজন হলেন হাশিম আমলা আর অন্যজন হলেন রাবাদা। রাবাদা যেমন কীতিত্ব দেখিয়েছেন সেটা এক কথায় অবিশ্বাস্য। যা চমকে দেবে সবাইকে। রাবাদা এক ম্যাচে শিকার করেছেন ১৩ টি উইকেট।
প্রথম ইনিংসে ৭ উইকেট শিকার করা রাবাদা দ্বিতীয় ইনিংসে শিকার করেন ৬টি উইকেট। দক্ষিণ আফ্রিকার এই তরুণ বোলারের বোলিং ঘূর্ণিতে ২৮০ রানের বিশাল ব্যবধানে জয় পায় তারা।
বল হাতে ছিলেন রাবাদা। আর ব্যাট হাতে ছিলেন হাশিম আমলা। হাশিম আমলা প্রথম ইনিংসে ১০৯ করার পর দ্বিতীয় ইনিংসে করেন ৯৬ রান। ৪ ম্যাচের টেস্ট সিরিজের শেষ ম্যাচে জয় পেয়ে শেষটা দেখার মত সম্পন্ন করে দক্ষিণ আফ্রিকা।
প্রথম ইনিংসে ৪৭৫ রানের পর দ্বিতীয় ইনিংসে ২৪৮ রান করে ইনিংস ঘোষণা করে দক্ষিণ আফ্রিকা। প্রথম ইনিংসে ৩৪২ রান করা ইংল্যান্ড শেষ ইনিংসে করে মাত্র ১০১ রান। ফলে বিশাল জয় পায় দক্ষিণ আফ্রিকা।
২৬ জানুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর