স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচে লড়াই করছে ভারত। বেশ কয়েক বছর পরে দলে ডাক যুবরাজ সিং। কিন্তু এখনো কি যেন শত্রুতা তার সঙ্গে!
দুটি উইকেট হারিয়েছে ভারত। ব্যাট হাতে পোনে ঘণ্টা ধরে বসে আসেন প্যাবিলিয়নে। কখন নামার কল আসে সে দিকেই তাকিয়ে আছেন তিনি।
কিন্তু বেজে উঠছে না কলিং বেল। আর এই বেল বেজে না ওঠার নায়ক বিরাট কোহলি ও সুরেন রায়েনা। দুই জনেরই কেউ যেন চাচ্ছেন না ব্যাট করতে নামুক যুবরাজ!
মজার ছলে বললে এভাবেই বলতে হয় বিষয়টিতে। মূল কথা হলো দুই জনেই ভালো খেলছেন অস্ট্রেলিয়ার বিপক্ষে। দলীয় রান যখন ১৬০ তখন ১২০ রানের পার্টনারশিপ তাদের।
কোহলি ৭৮ রান করে সেঞ্চুরির পথে। রায়েনা হাফসেঞ্চুরির পথে রয়েছেন। আর বাকি দুই ওভার। কথন নামবেন যুবরাজ? তবে নামার সুযোগ পেলেও এখানে পুরনা যুবরাজের ঝলক দেখার সুযোগও বা কোথায়?
২৬ জানুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর